SBI SCO recruitment 2024 :স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন ।
রামকৃষ্ণ মিশনে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আবেদন করুন
১. পদের নাম :
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদ ।
২. মোট শূন্যপদ:
এই পদে নিয়োগের জন্য মোট শূন্য পদ রয়েছে ১৪৯৭ টি ।
- ডেপুটি ম্যানেজার ( সিস্টেম) :
প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ডেলিভারি : ১৮৭ টি শূন্যপদ আছে ।
- ডেপুটি ম্যানেজার ( সিস্টেম) :
অবকাঠামো সহায়তা এবং ক্লাউড অপারেশন : ৪১২ টি শূন্যপদ রয়েছে।
- ডেপুটি ম্যানেজার (সিস্টেম) :
নেটওয়ার্কিং অপারেশন : ৮০ তো শূন্যপদ রয়েছে।
- ডেপুটি ম্যানেজার (সিস্টেম) :
আইটি আর্কিটেক্ট : ২৭ টি শূন্যপদ রয়েছে।
- ডেপুটি ম্যানেজার ( সিস্টেম):
তথ্য নিরাপত্তা : ৭ টি শূন্যপদ রয়েছে ।
- সহকারি ব্যবস্থাপক (সিস্টেম) : ৭৮৪ টি শূন্যপদ রয়েছে।
৩. নির্বাচন প্রক্রিয়া :
এই পদে যোগ্য প্রার্থীদের একটি পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হয়। পরীক্ষাটি অনলাইনে মাধ্যমে দিতে হবে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা, যাতে প্রার্থীদের সাধারণ জ্ঞান ইংরেজি গণিত এবং যৌক্তিক ক্ষমতার ওপর প্রশ্নপত্র করা হয়। এই পরীক্ষায় নির্ধারিত কাট অফ নাম্বার এর মাধ্যমে প্রাপ্ত প্রার্থীর সাক্ষাৎকারের জন্য ডাকা হবে ।
সমস্ত কিছুর ফলাফলের কথা মাথায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে এবং যোগ্য প্রার্থীদের এই শূন্য পদে নির্বাচন করা হবে।
৪. পরীক্ষার সময়সীমা :
এই পরীক্ষাটি ২৩ নভেম্বর ২০২৪ তারিখে সারাদেশে পরীক্ষা কেন্দ্রে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই বিচার আরো বিস্তারিত কিছু জানতে অফিসিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখুন ।ওয়েবসাইট টি হল- SBI bank.sbi/web/careers .
৫. SBI SCO এডমিট কার্ড ২০২৪ :
কল লেটার ডাউনলোড প্রক্রিয়া : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল তথ্য অনুসারে পরীক্ষার জন্য ফর লেটার ( পরীক্ষা কেন্দ্রে প্রবেশের কার্ড) প্রার্থীদের অনলাইনে মাধ্যমে তুলে নিতে হবে। প্রার্থীদেরbank.sbi/web/careers ভিজিট করতে হবে। এর মাধ্যমেই লগইন করে প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।