Ratan Tata in Cenema: রতন টাটা অভিনয় ও করেছিলেন একটি সিনেমাতে!

Ratan Tata in Cenema: রতন টাটা ( Ratan Tata in Cenema) ৯ অক্টোবর মুম্বাই এর ব্রিজ ক্যান্ডি হাসপাতালে মারা যান, ভারতের অন্যতম শিল্পপতি রতন টাটা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর । কিন্তু জানেন কি রতন টাটা নিজে একটি সিনেমাতে অভিনয় করেছিলেন! সিনেমার নাম কি জানেন? দেখে নেওয়া যাক।

বাংলাদেশ ও ভারতের মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে যে রেকর্ড গুলি হল দেখে নিন

রতন টাটার জন্ম হয় ২৮ শে ডিসেম্বর ১৯৩৭ সালে মুম্বাইতে। তার পরিবার ছিল টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জে . এন টাটার বংশধর। প্রথমে তিনি ফিজিক্স ও ম্যাথমেটিক্স এ স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং এ মাস্টার ডিগ্রী অর্জন করেন।

টাটা গ্রুপের সঙ্গে কাজ করার আগে তিনি জাপানের একটি কোম্পানিতে কাজে যোগ দিয়েছিলেন। ১৯৬১ সালে তিনি টাটা গ্রুপে কাজে যোগ দেন। প্রথমে তিনি টাটা স্টিলের ফাউন্ড্রি বিভাগে কাজ শুরু করেন। এখানে কাজ করার সময় তিনি হাতে-কলমে দক্ষতা অর্জন করেন। ২০০৮ সালে টাটা ন্যানো গাড়িটি লঞ্চ করা হয়েছিল। যেটি নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য ডিজাইন করা হয়েছিল। যদিও ব্যবসায়িক ক্ষেত্রে এটি যতটা লাভদায়ক হয়নি।

Ratan Tata in young age

তিনি অত্যন্ত ভ্রমণ প্রিয় মানুষ ছিলেন। বিশ্বের বিভিন্ন দেশে তিনি ঘুরে বেড়ান। তিনি অত্যন্ত পশুপ্রেমী ছিলেন। তার একটি পোষ্য কুকুর ছিল যার নাম “জিন”। তাছাড়া বহু সমাজকল্যাণকর কাজে তিনি যুক্ত ছিলেন। কিন্তু তার যে অভিনয়ে শখ ছিল। এটা বোধহয় অনেকেই জানেন না। তিনি নিজে একটি সিনেমায় অভিনয় করেন। যদিও সেই সিনেমায় একটি ছোট্ট ভূমিকায় অভিনয় করেছিলেন। সেই সিনেমাতে তিনি একটি অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন । সেই সিনেমাটির নাম ছিল “তনুজা”।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment

WhatsApp channel Join Now