Kolkata Airport Recruitment 2024: নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতায় ১৪২ টি শূন্য পদে নিয়োগ হতে চলেছে। এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস এর অধীনে এই নিয়োগ প্রক্রিয়া হবে। কিভাবে আবেদন করবেন দেখে নিন।
২৯৯ টি শুন্য পদে সহকারি অধ্যাপক নিয়োগ এখনই আবেদন করুন
পদের নাম: Utility Agent cum ramp Driver & Handyman
শূন্যপদ :
Utility Agent cum ramp Driver – 30 টি।
Handyman- 112 টি।
আবেদন ফি:
উপরে উল্লেখিত দুটি পদের জন্য অনলাইনে ফি জমা করতে হবে ফি জমা করার জন্য ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং এর ব্যবহার করা যাবে।
এসিএসটি চাকরিপ্রার্থীদের জন্য কোন ফি জমা করতে হবে না।
অন্যান্য চাকরিপ্রার্থীদের জন্য ৫০০ টাকা ফি জমা করতে হবে।
বয়স সীমা:
উপরে উল্লেখিত পদগুলির জন্য আবেদন করতে সর্বোচ্চ বয়সসীমা ১৮ বছরের বেশি হলে চলবেনা। তবে সংরক্ষিত চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:
উপরে উল্লেখিত পদ গুলির জন্য চাকরিপ্রার্থীর অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে।
Utility Agent cum ramp Driver এই পদের জন্য ভ্যালিড HMV ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
Handyman: এই পদের জন্য চাকরিপ্রার্থীকে অবশ্যই ইংরেজি ভাষা বলতেও জানতে হবে সেই সঙ্গে হিন্দি ভাষাও বাংলা জানতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
উপরে উল্লেখিত পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
অনলাইন আবেদনের শেষ তারিখ : 31.10.2024
গুরুত্বপূর্ণ লিংক:
kolkata Airport Recruitment Notification pdf
Official website: Click here