IPPB Executive Recruitment 2024: ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক 344 এক্সিকিউটিভ পদে গ্রামীণ ডাক সেবক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা কিভাবে আবেদন করবেন দেখে নিন।
কলকাতার বসু বিজ্ঞান মন্দিরে চাকরির সুযোগ এখনই আবেদন করুন।
পদের নাম: গ্রামীণ ডাক সেবক (IPPB Executive )
মোট শূন্যপদ: 344 টি। পশ্চিমবঙ্গে শূন্যপদ 13 টি।
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিভাগে রেগুলার ও ডিসটেন্স মোডে গ্রাজুয়েট হলে চলবে।
বয়সসীমা:
এক্সিকিউটিভ (গ্রামীণ ডাক সেবক) পদে নিয়োগের জন্য বয়সসীমা হতে হবে 01.09.2024 অনুযায়ী-
নূন্যতম বয়স 20 বছর।
সর্বোচ্চ বয়স সীমা ৩৫ বছর।
আবেদন ফি:
এক্সিকিউটিভ (গ্রামীণ ডাক সেবক) পদে নিয়োগের জন্য আবেদন ফি জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।
আবেদনফি ৭৫০ টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদন কারেকশন এডিট শুরু হচ্ছে 11.20.3024
অনলাইন আবেদনের শেষ তারিখ: 31.10.2024
বেতন: 30000 টাকা।
আবেদন পদ্ধতি:
এক্সিকিউটিভ (গ্রামীণ ডাক সেবক ) পদে আবেদনের জন্য আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটটি হলো www.ippbonline.com
গুরুত্বপূর্ণ লিংক :
IPPB Executive Recruitment Notification pdf
Official website: Click here