IND vs NZ scheduled 2024: ভারত বনাম নিউজিল্যান্ডের টেস্ট ক্রীড়াসূচি !কোথায় দেখা যাবে খেলা?

IND vs NZ scheduled 2024: আগামী বছর জুন মাসে লর্ডসে হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তার আগে ভারত বনাম নিউজিল্যান্ডের (ind vs nz) মধ্যে তিনটি টেস্ট খেলা অনুষ্ঠিত হবে। যেখানে ভারতকে এই টেস্ট সিরিজ জেতা খুবই জরুরী ।কখন কোথায় এই খেলাগুলো হবে দেখে নেওয়া যাক।

আরো পড়ুন বিরাট কোহলি সম্পর্কে বিশ্বের অন্যান্য ক্রিকেটাররা কি মতামত পোষণ করেন

বুধবার অর্থাৎ 16.10.24 থেকে বেঙ্গালুরুতে ভারত বনাম নিউজিল্যান্ড (ind vs nz) এর মধ্যে প্রথম টেস্ট শুরু হচ্ছে। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ 2-0 হোয়াইটওয়াশ করেছে ভারত। এবার লক্ষ্য নিউজিল্যান্ড! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে পৌঁছাতে গেলে নিউজিল্যান্ডকে 3-0 তে হারানো খুব জরুরী।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোন দল কত নম্বরে রয়েছে দেখে নেওয়া যাক;

র‍্যাঙ্কটিমপয়েন্ট তালিকা
1India74.240
2Australia62.500
3Srilanka55.560
4England45.590
5South Africa38.890
6New Zealand37.500
7Bangladesh34.380
8West Indies18.520
9Pakistan16.670
test cricket championship point table

ভারত ও নিউজিল্যান্ডের (ind vs nz) মধ্যে তিনটি টেস্ট অনুষ্ঠিত হবে কবে কোথায় দেখা যাবে দেখে নিন।

প্রথম টেস্ট: 16 ই অক্টোবর ,বেঙ্গালুরু।

দ্বিতীয় টেস্ট: 24 ই অক্টোবর পুনে।

তৃতীয় টেস্ট: 1 লা নভেম্বর মুম্বাই।

কখন কোথায় খেলা দেখা যাবে?

ভারত বনাম নিউজিল্যান্ডের (ind vs nz) মধ্যে তিনটি টেস্টের খেলায় শুরু হবে সকাল ন’টা থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস 18 নেটওয়ার্কের চ্যানেলগুলিতে, কালার্স চ্যানেলগুলিতে, এছাড়া জিও সিনেমা ওয়েবসাইট ও জিও সিনেমা অ্যাপের মাধ্যমে সরাসরি এই খেলা দেখা যাবে।

ভারতের সম্ভাব্য একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক) জাসপিত বুমরা( সহ অধিনায়ক) , যশোস্বী জয়সওয়াল শুভমন গিল, ঋষভ পন্থ, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পেটেল, মোঃ সিরাজ ,আকাশ দীপ , সরফরাজ খান, ধ্রুব জুরেল, লোকেশ রাহুল, কুলদীপ যাদব।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ:

কেন উইলিয়ামসন, মার্ক চ্যাপম্যান, প্লেন ফিলিপ্স, উইল ইয়ং, মিচেল ব্রেসওয়েল, ডেরেল মিচেল, রাচীন রবীন্দ্র, টম ল্যাথাম, টম ব্ল্যান্ডল, ডেভন কনওয়ে, বেন শিওর্স, টিম সাউদি, ম্যাট হেনরি, আজাজ প্যাটেল, মিচেল স্যান্টনার।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment

WhatsApp channel Join Now