HS Revised Syllabus Published by WBCHSE: আবারো উচ্চ মাধ্যমিকে সিলেবাসে পরিবর্তন এলো!

HS Revised Syllabus Published by WBCHSE: উচ্চ মাধ্যমিক কাউন্সিল থেকে উচ্চমাধ্যমিকের সংশোধিত সিলেবাস প্রকাশ করা হলো। কিছুদিন আগে উচ্চমাধ্যমিকের সেমিস্টার পদ্ধতির প্রথম সেমিস্টার পরীক্ষা সমাপ্ত হয়েছে। দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার আগে আবারো সিলেবাসের পরিবর্তন করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

কোথায় পাওয়া যাবে পরিবর্তিত সিলেবাস?

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রেসিডেন্ট চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় এর সাক্ষর সম্বলিত এই সংশোধিত সিলেবাস সিলেবাস কাউন্সিলিং নিজস্ব ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। এর আগে বিভিন্ন শিক্ষক সংগঠন এই সিলেবাস পরিবর্তনের পক্ষে সওয়াল করেছিলেন সেই মোতাবেক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিছু কিছু বিষয়ের সিলেবাস পরিবর্তন করল।

রাজ্য সরকারের অনূদিত স্কুলে শিক্ষক নিয়োগ আবেদন করুন

কোন কোন বিষয়ে পরিবর্তনের সিলেবাস প্রকাশিত হয়েছে?

উচ্চ মাধ্যমিক কাউন্সিল বিভিন্ন বিষয়ের সিলেবাস পর্যবেক্ষণ করে সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে এবং তা সংশোধিত আকারে প্রকাশ করা হয়েছে। মূলত ইংলিশ বি, ইংলিশ এ, অলটারনেটিভ ইংলিশ, বাংলা এ, হিন্দি এ হিন্দি বি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান অ্যাকাউন্টেন্সি costing and ট্যাক্সেশন বিজনেস স্টাডিস শিক্ষাবিজ্ঞান সমাজবিজ্ঞান স্ট্যাটিসটিক ফিলোসফি পরিবেশ বিদ্যা অর্থনীতি ভূগোল ও জীববিজ্ঞান।

কবে থেকে চালু হবে?

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিভিন্ন বিষয়ে সংশোধিত সিলেবাস প্রকাশ করলেও তা আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকরী হবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিল।
সমস্ত পরিবর্তন কার্যকরী হবে সিলেবাস বইয়ের চতুর্থ সংস্করণে।

সংশোধিত সিলেবাস এর জন্য নতুন করে মডেল প্রশ্নপত্র প্রকাশ করা হবে।

যারা উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারে ইতিমধ্যে পৌঁছেছে তাদের জন্য এই পরিবর্তিত সিলেবাস এখনই কার্যকরী হবে না।

এ নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন আমরা বহু আগে এ বিষয়ে উচ্চমাধ্যমিক কাউন্সিলের কাছে দরবার করেছিলাম আমাদের দাবি সম্পূর্ণ না মানলেও কিছু কিছু দাবি মেনে সিলেবাস পরিবর্তন করা হয়েছে।

Official website: Click Here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment

WhatsApp channel Join Now