EPFO Jobs Recruitment 2025 : EPFO (EPFO Jobs Recruitment 2025) তে চাকরির জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন ।
কোলকাতা পোর্ট ট্রাস্ট এ চাকরির সুযোগ এখনই আবেদন করুন
১. পদের নাম :
ইয়ং প্রফেশনাল পদ। রোলিং ভিত্তিতে এবং যে যে ডিভিশনের বা বিভাগের যখন প্রয়োজন হবে তখন সেই মতো কর্মীদের কাজে নিয়োগ করা হবে। কতগুলি শূন্যস্থান রয়েছে তা স্পষ্টভাবে জানানো হয়নি সংস্থার পক্ষ থেকে।
২. বয়স সীমা :
এমপ্লয়ীজ প্রফিডেন্ট ফান্ড অর্গানাইজেশন পদে আবেদনের জন্য প্রার্থীদের ৩২ বছরের মধ্যে বয়স হতে হবে।
৩. শিক্ষাগত যোগ্যতা :
এমপ্লয়িক প্রফিডেন্ট ফান্ড অর্গানাইজেশন পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই স্নাতক ডিগ্রি উত্তীর্ণ হতে হবে। মূলত সামাজিক নিরাপত্তা বিষয়ে গবেষণার অভিজ্ঞতা থাকলে তবেই এই সংস্থায় কাজের জন্য আবেদন করতে পারবে আগ্রহী প্রার্থীরা। বিভিন্ন সরকারি স্কিম বিষয়ে তথ্য সংগ্রহ এবং সেই তথ্যের ভিত্তিতে গভীরতার অনুসন্ধান মূলক কাজের সঙ্গে আগ্রহী প্রার্থীরা যুক্ত থাকলেই বা তাদের এই সমস্ত বিষয়ে অভিজ্ঞতা থাকলেই তবেই তারা প্রাধান্য পাবে এই সংস্থায়।
৪. কাজের মেয়াদ ও পোস্টিং :
এমপ্লয়েজ প্রফিডেন্ট ফান্ড অর্গানাইজেশন পদে আবেদন করলে ইয়ং প্রফেশনালদের মূলত স্বল্পকালীন কাজের মেয়াদ দেয়া হবে। প্রাথমিকভাবে কর্মীদের এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। এবং কাজের মেয়াদ সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। এই মেয়াদ বৃদ্ধি কর্মীদের পারফর্মেন্স অর্থাৎ কর্মীদের কাজের অভিজ্ঞতার ওপর নির্ভর করে।
৫. যোগ্য প্রার্থীদের নির্বাচন :
এই পদের জন্য আবেদনকারীদের একটি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে কোনরকম লিখিত পরীক্ষার নেয়া হবে না ইন্টারভিউ এর মাধ্যমে তাদের নির্বাচন করা হবে।
৬. বেতন :
কর্মীদের মাসিক বেতন ৬৫ হাজার টাকা। অন্য কোন বিজ্ঞপ্তি নেই এই ক্ষেত্রে। একোমোডেশন, কনভেয়ান্স, মেডিকেল রিমবর্ষ্মেন্ট , HRA, LTC ইত্যাদি কোন বেতন মিলবে না কর্মীদের।
৮. TA বা DA দেওয়া হবে না :
চাকরিতে যোগ দেয়ার সময় বা ছাড়ার সময় কোন ট্রাভেল অ্যাল্যোয়েন্স বা ডিয়ারনেস অ্যাল্যাউএন্স দেওয়া হবে না কর্মীদের। তবে কাজের প্রয়োজনে কোথাও যাওয়ার দরকার হলে সে ক্ষেত্রে সংস্থার পক্ষ থেকে ট্রাভেল অ্যাল্যোয়েন্স অবশ্যই দেওয়া হবে।
৯. রিমবাসমেন্ট:
হোটেল ভাড়া ২২৫০ টাকা পর্যন্ত, ট্যাক্সি ভাড়া ৩৩৮ টাকা পর্যন্ত, খাবারের বিল প্রতিদিন ৯০০ টাকা পর্যন্ত রিমবাসমেন্ট করা হবে সংস্থার পক্ষ থেকে।
১০ আবেদন পদ্ধতি :
এই পদের জন্য আবেদন করতে গেলে সর্বপ্রথম এমপ্লয়েজ প্রফিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এর ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে ক্লিক করার পর ভালোভাবে ফরমটিকে পূরণ করে তার ডাউনলোড পত্র নির্দিষ্ট ইমেইল আইডিতে পাঠাতে হবে। কোনরকম ডেডলাইন পেরোনা যাবে না আবেদন করার সময়।
For online application:Click here