Calcutta University Recruitment 2024: কলকাতা বিশ্ববিদ্যালয়ে কেবলমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে স্নাতক ডিগ্রিধারীদের চাকরির সুযোগ দিচ্ছে। কিভাবে আবেদন করবেন দেখে নিন।
বসু বিজ্ঞান মন্দিরের কেবলমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি এখনই আবেদন করুন
কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। কাজ করতে হবে এ প্রধানত দার্জিলিং পার্বত্য অঞ্চলে। ন্যাশনাল মিশন অন হিমালয়ান স্টাডিস এ , ডক্টর রাকেশ তামাঙ, ডক্টর সুমন ভূষণ চক্রবর্তী, ডক্টর লাকপা তমাল, এর অধীনে সহযোগী হিসেবে। এই চাকরিটির সম্পূর্ণ টেম্পোরারি বেসিসে হবে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন । বিস্তারিত দেখে নেওয়া যাক।
পদের নাম: ফিল্ড অ্যাসিস্ট্যান্ট।
শূন্যপদ: 3টি ।
যোগ্যতা:
বিজ্ঞান বিভাগে গ্রাজুয়েশন হলে চলবে। যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের স্নাতক হতে হবে।
অভিজ্ঞতা: ফিল্ড স্টাডিজ এ দক্ষ হতে হবে। মাছ ধরায় দক্ষ হতে হবে। ফিশ বায়োডাইভারসিটিতে অভিজ্ঞ হতে হবে।
বেতন: 15000 টাকা প্রতি মাসে।
আবেদন পদ্ধতি:
সাদা কাগজে আবেদন করতে হবে সঙ্গে বায়োডাটা অবশ্যই দিতে হবে এছাড়া শিক্ষাগত যোগ্যতার সমস্ত কাগজপত্র জমা করতে হবে।
ইন্টারভিউ এর তারিখ ও ঠিকানা:
যোগ্য চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ হবে 25.11.2024 সকাল 11 টায়।
ঠিকানা :
Department of Zoology, University of Calcutta, 35, Ballygunge circular Road Kolkata 700019.
গুরুত্বপূর্ণ লিংক:
calcutta University Recruitment Notification
official website: Click here