Bose Institute Recruitment 2024: ইন্টারভিউ এর মাধ্যমে বোস ইনস্টিটিউটে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট (নন মেডিকেল) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কিভাবে আবেদন করবেন দেখে নিন।
আলিয়া বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিষয়ের চাকরির সুযোগ এখনই আবেদন করুন।
বোস ইনস্টিটিউটে বায়োলজিক্যাল সাইন্স ডিপার্টমেন্টে প্রফেসর বিশ্বনাথ মাইতি স্যারের অধীনে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে কাজ করার জন্য ওই নির্দিষ্ট পদে আবেদন করতে পারবেন। 01.04.2027 পর্যন্ত ওই পদে কাজ করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা:
- পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে এবং প্রথম বিভাগে পাশ করতে হবে। ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী ও চলবে।
অথবা
- পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিতে সেকেন্ড ডিভিশন পেলেও চলবে তবে ইন্টিগ্রেটেড কোর্সে পিএইচডি থাকা চাই।
অথবা
- ইঞ্জিনিয়ারিং/IT/CS এ ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে সঙ্গে চার বছরের গ্রাজুয়েট ডিগ্রি।
বয়স সীমা :
সর্বোচ্চ বয়স সীমা 35 বছর হতে হবে তবে সংরক্ষিত চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন।
বেতন: 56000 টাকা। সঙ্গে 18 শতাংশ হাউস রেন্ট অ্যালায়েন্স থাকবে।
ইন্টারভিউ তারিখ ও ঠিকানা:
বোস ইনস্টিটিউটে নিয়োগের জন্য ইন্টারভিউ হবে 22.10. 2024 সকাল 11 টায়।
ঠিকানা:
Bose Institute, Block-EN , sector- V, plot number- 80 salt lake city kolkata 700091.
আবেদন পদ্ধতি:
যোগ্য চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট ফর্ম ফিলাপ করে ইন্টারভিউ এর দিন হাজির হতে হবে এই ঠিকানায় –
Bose Institute, Block-EN , sector- V, plot number- 80 salt lake city kolkata 700091.
সঙ্গে নিয়ে যেতে হবে সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কসিট ও সার্টিফিকেট জেরক্স ও অরিজিনাল এছাড়া আবেদন পত্রে মোবাইল নম্বর ইমেইল আইডি পাসপোর্ট সাইজ ছবি প্রভৃতি নিয়ে ইন্টারভিউতে উপস্থিত হতে হবে।
গুরুত্বপূর্ণ লিংক:
Bose Institute Recruitment Notification
official website: Click here