BLRO Office DEO Recruitment 2024: পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ হতে চলেছে। কিভাবে আবেদন করবেন দেখে নিন।
ইন্ডিয়ান পেমেন্ট ব্যাংকে এক্সিকিউটিভ পদে চাকরি পশ্চিমবঙ্গে রয়েছে শূন্যপদ
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর (DEO)
শূন্যপদ: 12 টি।
নিয়োগ সংস্থা : West Bengal Land and Land reforms department
যোগ্যতা:
- চাকরিপ্রার্থীকে অবশ্যই উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা হতে হবে।
- যেকোনো শাখার গ্রাজুয়েট হলে চলবে। এইসঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট থাকতে হবে। (MS office & Internet )
বয়স সীমা:
01.09.2024 অনুযায়ী ২১ থেকে ৪৫ বছর হতে হবে।
বেতন: ১৬ হাজার টাকা প্রতি মাস।
সিলেকশন পদ্ধতি:
লিখিত পরীক্ষা,কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট ও শেষে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
লিখিত পরীক্ষা:
লিখিত পরীক্ষা হবে মোট ৫০ নম্বরে । মাধ্যমিক সিলেবাসে প্রশ্ন হবে। প্রশ্ন হবে সব এমসিকিউ (MCQ) টাইপের ওএমআর (OMR) সিটে পরীক্ষা দিতে হবে।
ইংরেজি- 10 নম্বর।
অঙ্ক -10 নম্বর।
GK – 10 নম্বর।
কম্পিউটার- 20 নম্বর।
কম্পিউটার প্রাকটিকাল টেস্ট:
লিখিত পরীক্ষা হওয়ার পর চাকরিপ্রার্থীদের শর্ট লিস্ট বানানো হবে এবং সেখান থেকে কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। কম্পিউটার টেস্টে থাকবে মোট ৪০ নম্বর।
ইন্টারভিউ:
কম্পিউটার প্রাকটিকাল সাফল্য পেলে তবেই ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউতে থাকবে মোট ১০ নম্বর।
আবেদনের তারিখ:
অনলাইন আবেদন শুরু হয়েছে 19.09.2024 থেকে।
অনলাইন আবেদনের শেষ তারিখ: 22.10.2024
গুরুত্বপূর্ণ লিংক:
BLRO Office DEO Recruitment Notification pdf
official website: Click here