Primary Semester System Update 2025: কিছুদিন আগে সংবাদ মাধ্যমে প্রাথমিকের সেমিস্টার হবে বলে একটি খবর ছড়িয়েছিল। বলা হয়েছিল প্রাথমিকের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসে দুটি করে সেমিস্টার হবে। প্রথম সেমিস্টার জানুয়ারি থেকে জুন মাস, সেখানে ৪০ নম্বর থাকবে। কুড়ি নম্বর ক্লাসে উপস্থিতি ও কুড়ি নম্বর প্রজেক্ট। দ্বিতীয় সেমিস্টার জুলাই থেকে ডিসেম্বর মোট ৬০ নম্বর থাকবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রশ্ন করবে। কিন্তু এই সেমিস্টার এখন হচ্ছে না। এ নিয়ে কি জানা যাচ্ছে দেখে নেওয়া যাক!
সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি বিস্তারিত দেখে নিন
ইতিমধ্যে কলেজ, একাদশ দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে। এবার প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সেমিস্টার চালু হওয়ার কথা ছিল। কিন্তু সেই সেমিস্টার পদ্ধতি এখন চালু হচ্ছে না। প্রশাসনিক বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি জানিয়েছেন প্রাথমিক সেমিস্টার চালু করা যাবে না। আমরা চাই বাচ্চাদের বইয়ের চাপের বোঝা কমাতে। তারা অ, আ, ভাল করে বলতে পারেনা। আমি চাই তাদের ভার কমাতে। বাচ্চারা এমনিতেই কথা বলতে পারে না। একটা ওয়ানের বাচ্চাকে সেমিস্টার দেওয়া যাবে না। কলেজে যেটা চলে সেটা স্কুলে চলে না। স্কুলে এগুলো চলবে না। স্কুলে যা চলছিল তাই চলবে। কলেজ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে তারা জানে তাদের নেওয়ার ক্ষমতা আছে।
মাননীয় শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন- শিক্ষাদপ্তরে কোন নতুন সিস্টেম এলে আগে আমার সঙ্গে আলোচনা করবেন, তারপর সেটাকে পাবলিক করবেন। এই বিষয়টা সংবাদমাধ্যমে গেল কি করে ।তারা তো সবাই জেনে গেছে।সংবাদ মাধ্যমে কোন বিষয় গেলে মানুষ সেটাকেই সঠিক মনে করে।
মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুসারে এটা পরিস্কার যে আপাতত প্রাথমিকের সেমিস্টার চালু হচ্ছে না। নতুন এই সেমিস্টার পদ্ধতি ২০২৫ সাল থেকে শুরু হওয়ার কথা, তা আর এখন সম্ভব নয়।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ | জয়েন করুন |
আমাদের টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |