Kolkata Metro Railway Job Vacancy 2025| কেবলমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে কলকাতা মেট্রোরেলে চাকরি!

Kolkata Metro Railway Job Vacancy 2025 : কোন লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে কলকাতা মেট্রো রেল এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, আবেদন পদ্ধতি, বেতন, নিয়োগ প্রক্রিয়া, বিস্তারিত নোটিফিকেশন দেখে নেওয়া যাক। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন ।

পদের নাম :

এখানে কর্মীদের অতিরিক্ত জেনারেল ম্যানেজার (সিভিল /বিশেষজ্ঞ) পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ :

মোট ২ টি শূন্যপদ রয়েছে।

বয়স সীমা :

এই পদে কর্মীদের আবেদন করতে গেলে আগ্রহী প্রার্থীদের বয়সসীমা ৬০থেকে ৬২ বছরের মধ্যে হতে হবে। ০১/০৪ /২০২৫ তারিখ অনুসারে বয়সের গণনা করা হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন ।

বেতন :

এই পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন নোটিফিকেশন এর নিয়ম অনুসারে প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা :

এই পদে আবেদন করতে গেলে আবেদনকারীকে অবশ্যই লওয়ে/ কেন্দ্রীয়/ রাজ্য সরকার/ PSU অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিভিল হতে হবে। এছাড়াও আবেদনকারীকে অবশ্যই ভূগর্ভস্থ টানেল, ভায়াডাক্ট এবং স্টেশন নির্মাণ অথবা রক্ষণাবেক্ষণে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং আরবিট্রেশন কেস মোকাবিলা করার অভিজ্ঞতা থাকতে হবে।

পশ্চিমবঙ্গ জেলার ম্যাজিস্ট্রেট অফিসে চাকরির বিজ্ঞপ্তি দেখে নিন

অফিসিয়াল ওয়েবসাইট :

এই বিজ্ঞপ্তির অফিসিয়াল ওয়েবসাইটটি হলো -www.kmrc.in ।

প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ :

আবেদনের জন্য যে সকল ডকুমেন্টগুলোর প্রয়োজন হয় সেগুলি হল-

  • বয়সের প্রমাণপত্র।
  • আবাসিক এর প্রমাণ পত্র।
  • অবসরপ্রাপ্ত কাজের প্রমাণপত্র।
  • পাসপোর্ট সাইজের ছবি।
  • সার্ভিস সার্টিফিকেট এবং P. P.O কপি।

নিয়োগ প্রক্রিয়া:

যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি :

আবেদন প্রক্রিয়াটি অফলাইনের মাধ্যমে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েছে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তিটি A4 পেপারে প্রিন্ট আউট করে সেটাকে সঠিকভাবে পূরণ করে হাতে কলমে সমস্ত কিছু লিখে তার সঙ্গে যে যে নথিপত্র গুলি প্রয়োজন সেগুলি সংযুক্ত করে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিলেই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

আবেদনের সময় সীমা :

বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১৪/০১/২০২৫তারিখে । আবেদন প্রক্রিয়াটি চলবে ১৩/০২/২০২৫ তারিখ পর্যন্ত ।

kolkata Metro Railway Official website: Click here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           
WhatsApp channel Join Now
Telegram channel Join Now

Leave a Comment