সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি| WBPSC Assistant Master/Mistress Recruitment 2025

WBPSC Assistant Master/Mistress Recruitment 2025: দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (wbpsc) মাধ্যমে সরকারি স্কুলগুলোতে অ্যাসিস্ট্যান্ট মাস্টার ও অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগ করতে চলেছে। এ নিয়ে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে সেই নোটিফিকেশনে শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, আবেদন পদ্ধতি, বিস্তারিত দেখে নেওয়া যাক।

পদের নাম:

অ্যাসিস্ট্যান্ট মাস্টার ও এসিস্ট্যান্ট মিস্ট্রেস (Assistant Master/Assistant Mistress)

শূন্যপদ:

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (wbpsc) মাধ্যমে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে বাংলা ও ইংরেজি মাধ্যমে স্কুলগুলিতে সেখানে সেখানে যে শূন্য পদ রয়েছে তা এখনো ঘোষণা করা হয়নি খুব দ্রুত শূন্যপদ সহ নোটিফিকেশন জারি করা হবে।

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগের প্রস্তুতি দেখে নিন

বয়সসীমা:

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট মাস্টার ও এসিস্ট্যান্ট মিসটেজ নিয়োগের জন্য বয়সসীমা সাধারণত কুড়ি থেকে 40 বছরের মধ্যে হতে হয়। তবে সংরক্ষিত চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

কোন কোন বিষয়ে শিক্ষক নিয়োগ হবে?

অ্যাসিস্ট্যান্ট মাস্টার বাংলা মাধ্যম: বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, লাইফ সাইন্স, পলিটিকাল সায়েন্স, ফিলোজফি,স্ট্যাটিস্টিকস, ইকোনোমিকস, হিস্ট্রি, জিওগ্রাফি, নিউটিশন, এডুকেশন,HMFR, সংস্কৃত, কমার্স, কমার্স অফ ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট এডুকেশন সার্ভিস।

অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বাংলা মাধ্যম: বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, লাইফ সাইন্স, পলিটিকাল সায়েন্স, ফিলোজফি ,স্ট্যাটিস্টিকস, ইকোনোমিকস, হিস্ট্রি, জিওগ্রাফি, হিন্দি, এডুকেশন, সংস্কৃত,কমার্স, কমার্স অফ ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট এডুকেশন সার্ভিস।

অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইংরেজি মাধ্যম:বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স ,লাইফ সাইন্স, পলিটিকাল সায়েন্স, ফিলোজফি, স্ট্যাটিস্টিকস, ইকোনোমিকস,হিস্ট্রি, জিওগ্রাফি ,এডুকেশন, হিন্দি, সংস্কৃত, কমার্স,কমার্স অফ ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট এডুকেশন সার্ভিস।

অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইংরেজি মাধ্যম:ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স ,লাইফ সাইন্স, পলিটিকাল সায়েন্স, ফিলোজফি, স্ট্যাটিস্টিকস, ইকোনোমিকস,হিস্ট্রি, জিওগ্রাফি ,এডুকেশন, হিন্দি, সংস্কৃত, কমার্স,কমার্স অফ ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট এডুকেশন সার্ভিস।

শিক্ষাগত যোগ্যতা:

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকবে তা ডিটেলস নোটিফিকেশন এলে জানা যাবে।

WBPSC Teacher Recruitment 2025
WBPSC Teacher Recruitment 2025

আবেদন পদ্ধতি, ফি, সিলেবাস, আবেদনের শেষ তারিখ সহ সমস্ত ধরনের তথ্য পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করুন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে খুব কম সময়ের মধ্যে বিস্তারিত নোটিফিকেশন প্রকাশিত হবে।

অফিসিয়াল ওয়েবসাইট Click Here
আমাদের whatsapp গ্রুপ জয়েন করুন
আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           
WhatsApp channel Join Now
Telegram channel Join Now

Leave a Comment