রাজ্যের জেলা পরিষদে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন করুন|WB Govt Jobs update 2024

WB govt jobs update 2024: পশ্চিমবঙ্গের জেলা পরিষদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার জেলা পরিষদে এই নিয়োগ হবে। নির্দিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন করবেন ! কিভাবে বিস্তারিত দেখে নেওয়া যাক।

পদের নাম:

Superannuated Officer (WBCS Executive)

শিক্ষাগত যোগ্যতা:

  1. উপরে উল্লেখিত পদে নিয়োগের জন্য অবশ্যই চাকরিপ্রার্থীকে অবসরপ্রাপ্ত ডব্লিউ বিসিএস এক্সিকিউটিভ অফিসার হতে হবে।
  2. চাকরি প্রার্থীর নামে কোন কোর্ট কেস থাকলে চলবে না।
  3. চাকরিপ্রার্থীকে অবশ্যই ফিজিক্যালি বা শারীরিকভাবে ফিট থাকতে হবে।
  4. চাকরিপ্রার্থীর পূর্বের বেতন PB- 4 A এর নিচে হলে চলবেনা। পি ব্যান্ড থাকতে হবে 15600 থেকে 42000 এবং সঙ্গে গ্রেড পে হতে হবে 6600 টাকা। (Ropa 2009 অনুযায়ী) পূর্বের বেতন অনুযায়ী বর্তমানে বেতন দেওয়া হবে। তবে পেনশন বাদ দিয়ে।

মাধ্যমিক ভূগোল ২০২৫ প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন

বয়স সীমা:

চাকরিপ্রার্থীকে অবশ্যই অবসরপ্রাপ্ত হতে হবে এবং সর্বোচ্চ বয়সসীমা ৬২ বছরের বেশি হলে চলবে না।

নিয়োগ পদ্ধতি:

উপরে উল্লেখিত পদটির জন্য ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ এর ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। ইন্টারভিউয়ের তারিখ পরে ঘোষণা করা হবে। ইন্টারভিউতে সফল চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে।

আবেদনের ঠিকানা:

আবেদনপত্র সহ সমস্ত ডকুমেন্ট পাঠাতে হবে এই নির্দিষ্ট ঠিকানায়। ঠিকানাটি হলো- এক্সিকিউটিভ অফিসার, আলিপুরদুয়ার জেলা পরিষদ ,মায়া টকিজ রোড, আলিপুরদুয়ার, চৌপাথি, পোস্ট ও জেলা আলিপুরদুয়ার, পিন: 736121

আবেদনের শেষ তারিখ:

উপরে উল্লেখিত পদ্ধতিতে আবেদন করতে হলে আগামী ১৩ই জানুয়ারি ২০২৫ এর মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

গুরুত্বপূর্ণ লিংক:

অফিসিয়াল ওয়েবসাইটক্লিক করুন
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপজয়েন করুন
আমাদের টেলিগ্রাম গ্রুপজয়েন করুন

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment

WhatsApp channel Join Now