কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীকে ডেপুটেশন কম্পোজিট গ্রান্ট এর জন্য! Composite Grant for School

Composite Grant for School : দীর্ঘদিন ধরে আটকে রয়েছে স্কুলের কম্পোজিট গ্রান্ট যার জন্য ব্যাহত হচ্ছে স্কুলের শিক্ষা ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার মান। সারা বছর ধরে স্কুলের পঠন-পাঠনে এই গ্রান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু দীর্ঘদিন ধরে আটকে থাকার ফলে সমস্যা দেখা দিয়েছে। সম্প্রতি কম্পোজিট গ্রান্ট এর জন্য খুব সামান্য পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে। যাতে খরচ কমানোর একটা নির্দেশিকা দেওয়া হয়েছে। যার ফলে তৈরি হয়েছে সমস্যা এ নিয়ে একটি সংগঠন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দিয়েছে, কি বলা হয়েছে দেখে নিন।

স্বেচ্ছায় অবসরের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন

রাজ্যের Govt. Sposored ও Govt. Aided স্কুলগুলিকে বর্তমান অর্থবর্ষ ২০২৪-২০২৫ এর Govt.of India নির্দিষ্ট West Bengal এর জন্য কম্পোজিট গ্র‍্যান্ট (Composite Grant) বাবদ ফান্ড রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেওয়া হয়নি। এর ফলে শিক্ষাবর্ষের শেষ মাসে রাজ্যের স্কুলগুলির অবস্থা খুবই সংকটজনক ও দুর্বিসহ।

বর্তমান অর্থবর্ষের প্রায় ৯ মাস অতিক্রান্ত হয়ে গেলেও স্কুল পরিচালনার জন্য Composite Grant ফান্ডের অর্থ না পেয়ে বেশিরভাগ স্কুল সমস্যায় পড়েছে। বিশেষত:, ছোট ছোট স্কুলগুলি (অধিকাংশ জুনিয়র হাইস্কুল) এই কম্পোজিট ফান্ডের উপর নির্ভর করে থাকে। সুতরাং, অবিলম্বে এই ফান্ড প্রদান করতে হবে। এছাড়াও আরো উল্লেখ্য যে, বর্তমান পরিস্থিতিতে মূল্য বৃদ্ধির কারণে ছাত্র ছাত্রীর সংখ্যা অনুযায়ী নিদিষ্ট Composite Grant এর অর্থ বৃদ্ধি করতে হবে।

দীর্ঘদিন ধরে এই সমস্যা সমাধানে রাজ্যের হাইস্কুল শিক্ষক সংগঠন ” অল পোস্ট গ্র‍্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” এর পক্ষ থেকে দাবিপত্র পাঠানো হলো। বিষয়টি স্কুল শিক্ষা কমিশনার ও প্রজেক্ট ডাইরেক্টরকেও জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে কয়েকটি বিষয়ে তথ্য সহ সমস্যা সমাধান করতে আবেদন করা হয়েছে,

(১) West Bengal কে গত অর্থবর্ষ : ২০২৩-২০২৪ তে মোট কতগুলো স্কুলের জন্য মোট কতটাকা ফান্ড পাঠানো হয়েছে। শিক্ষার মানোন্নয়নে ও বর্তমান মূল্যবৃদ্ধির পরিস্থিতি বিবেচনা করে অবিলম্বে এই ফান্ড দ্বিগুণ করা হোক।

(২) যে সকল স্কুলের ছাত্র ছাত্রী সংখ্যা কম সেই সকল স্কুলগুলির Fund খুবই কম।

(৩) বর্তমানে বহু সংখ্যক স্কুলের Composite Grant ছাড়া অন্য কোন ফান্ড পাওয়ার পরিস্থিতি নেই, এমতাবস্থায়, কম্পোজিট গ্র‍্যান্ট এখনও পর্যন্ত Disbursed না হওয়ায় স্কুলগুলি সমস্যার মধ্যে পড়েছে।

(৪) স্কুল শিক্ষা দপ্তর সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন সময়ে নির্দেশ অনুযায়ী বহুবিধ প্রকল্প ও কর্মসূচী আয়োজনের জন্য Expenditure বাবদ কোনরকম টাকা স্কুল শিক্ষা দপ্তর / রাজ্য সরকার থেকে দেওয়া হচ্ছে না।

সংগঠন এর সম্পাদক চন্দন গরাই বলেন, “শিক্ষা ও স্কুলের স্বার্থে রাজ্য ও কেন্দ্র সরকার বোঝাপড়া করে কম্পোজিট গ্র‍্যান্ট বাবদ ফান্ড বরাদ্দ করা দরকার। আবেদনের প্রাপ্তি স্বীকারের মেল শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে সংগঠনকে পাঠানো হয়েছে”।

আরো আপডেট পেতে ফলো করুন

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপজয়েন করুন
আমাদের টেলিগ্রাম গ্রুপজয়েন করুন

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           
WhatsApp channel Join Now
Telegram channel Join Now

Leave a Comment