Gour Banga University Teacher Recruitment 2024: পশ্চিমবঙ্গের এই বিশ্ববিদ্যালয়ে কেবলমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে শিক্ষক নিয়োগ করতে চলেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় শিক্ষক পদে চাকরির জন্য কিভাবে আবেদন করবেন বিস্তারিত দেখে নিন।
সূচিপত্র
পদের নাম:
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় গেস্ট টিচার পদে নিয়োগ করা হবে।
সরকারি চাকরির প্রশিক্ষণের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আবেদন করুন
বিষয় ও শূন্যপদ:
- কেমিস্ট্রি – 1 টি শূন্যপদ।
- ফুড এন্ড নিউট্রিশন- 1 টি শূন্যপদ।
- জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন – 1 টি শূন্যপদ।
- ইতিহাস- 1টি শূন্যপদ।
- লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সাইন্স- 1টি শূন্যপদ।
- ফিজিওলজি- 1 টি শূন্যপদ।
শিক্ষাগত যোগ্যতা:
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগের জন্য UGC এর নিয়মকে মান্যতা দেওয়া হবে।
পোস্ট গ্রেজুয়েশনে 55% শতাংশ নম্বর থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে নেট/ সেট (NET/SET) কোয়ালিফাইড হতে হবে।
গ্রাজুয়েশন ও পোস্ট গ্রাজুয়েশনে শিক্ষকের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তবে এটি বাধ্যতামূলক নয়।
চাকরির বিবরণ:
শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে নির্দিষ্ট সাবমিট গুলিতে তা হবে অফলাইন পড়ানোর জন্য।
সংশ্লিষ্ট দপ্তর থেকে যে সমস্ত অ্যাক্টিভিটিস দেওয়া হবে সেগুলি করতে হবে।
বেতন:
উপরে উল্লেখিত বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য বেতন হিসেবে প্রতিটা ক্লাস অনুযায়ী ৫০০ টাকা দেওয়া হবে। সর্বোচ্চ এক মাসে কুড়িটি ক্লাস দেওয়া হবে।
TA বা DA কোনটাই কিন্তু এই প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে না।
ইন্টারভিউ এর প্রক্রিয়া:
যোগ্য চাকরি প্রার্থীরা ইন্টারভিউতে আসার সময় সমস্ত ডকুমেন্টের অরিজিনাল কপি ও এক সেট করে জেরক্স কপি নিয়ে আসবেন। আবেদনপত্রের সঙ্গে বায়োডাটা অবশ্যই জমা দিতে হবে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এর কাছে। ইন্টারভিউ এর তারিখ, সময় ও ঠিকানা দেখে নিন।
সমস্ত বিষয়ের ইন্টারভিউ হবে ২০ শে ডিসেম্বর ২৪ তারিখে।
ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি সাইন্স বিল্ডিং ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গতে কেমিস্ট্রি ফুড এন্ড নিউট্রিশন এন্ড সোশিয়লজি ইন্টারভিউ হবে। সময় দুপুর বারোটা, দুপুর দেড়টা ও দুপুর তিনটে।
সেন্ট্রাল লাইব্রেরী ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ এই ঠিকানায় ইন্টারভিউ হবে জার্নালিজমের মাস কমিউনিকেশন ও লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স ইন্টারভিউ শুরু হবে দুপুর ১২ টা ও দুটো।
কনফারেন্স হল অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ এই ঠিকানায় ইন্টারভিউ হবে ইতিহাস বিষয়ে সময় দুপুর তিনটে।
ডকুমেন্ট:
ইন্টারভিউ সময় অবশ্যই একটি আইডেন্টিটি প্রুফ নিয়ে আসতে হবে ভোটার কার্ড অথবা আধার কার্ড ইন্টারভিউ এর সময়ের এক ঘণ্টা আগে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে।
গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ | জয়েন করুন |
আমাদের টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |