Kolkata Metro Railway Recruitment 2024: মাধ্যমিক পাশে কলকাতা মেট্রোয় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন।
সূচিপত্র
পদের নাম :
ফিটার পদ , ইলেকট্রিসিয়ান পদ , মেশিনিস্ট পদ , ওইল্ডার পদ ।
মোট শূন্যপদ :
মোট ১২৮ টি শূন্যপদ রয়েছে।
- ফিটার পদ : এই পদের জন্য মোট ৮২ টি শূন্যপদ রয়েছে।
- ইলেকট্রিশিয়ান পদ : এই পদের জন্য মোট ২৮ টি শূন্যপদ রয়েছে।
- মেশিনিস্ট পদ : এই পদের জন্য মোট ৯ টি শূন্যপদ রয়েছে।
- ওয়েল্ডার পদ : এই পদের জন্য মোট ৯ টি শূন্যপদ রয়েছে।
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে চাকরি আবেদন করুন
আবেদন ফি :
এই পদে আবেদন করতে গেলে আবেদনকারীকে ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে SC/ST/ PWD ও মহিলাদের জন্য কোনরকম আবেদন ফি লাগবে না।
শিক্ষাগত যোগ্যতা :
এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই দশম শ্রেণী তে ৫০% নম্বর সহ উত্তীর্ণ হতে হবে।এছাড়াও আবেদনকারীর অবশ্যই নির্দিষ্ট ট্রেডে NCVT বা SCVT এর সার্টিফিকেট থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়া :
আবেদনকারীদের তাদের মেরিট লিস্টের ওপর ভিত্তি করে লিস্ট প্রকাশ করা হবে। মূলত মাধ্যমিক ও ITI পরীক্ষার গড় নম্বরের ওপর ভিত্তি করে নিয়োগ করা হবে।
বয়স সীমা :
এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন প্রক্রিয়াটি ২৩ ডিসেম্বর ২০২৪ এ শুরু হবে এবং আবেদন প্রক্রিয়াটি ২২ জানুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে।
গুরুত্বপূর্ণ লিংক:
Official website: Click Here