পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলায় (Jhargram District Recruitment 2024 apply Online) শিশু সুরক্ষা দপ্তরের নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন ।
সূচিপত্র
পদের নাম :
PO ( প্রটেকশন অফিসার) পদ , অ্যাকাউন্টেন্ট পদ , অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর পদ, সোশাল ওয়ার্কার পদ ।
মোট শূন্য পদ :
মোট চারটি শূন্য পদ রয়েছে ।
PO (প্রটেকশন অফিসার): এই পদের জন্য মোট ১ টি শূন্য পদ রয়েছে।
অ্যাকাউন্টেন্ট পদ : এই পদের জন্য মোট ১ টি শূন্য পদ রয়েছে।
অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর পদ : এই পদের জন্য মোট ১ টি শূন্যপদ রয়েছে।
সোশ্যাল ওয়ার্কার পদ : এই পদের জন্য মোট ১ টি শূন্যবাদ রয়েছে।
বেতন :
প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা ভাবে বেতনের বিস্তার রয়েছে , যা নিম্নে আলোচনা করা হলো-
PO (প্রটেকশন অফিসার) পদ : এই পদের মাসিক বেতন ২৭,৮০৪ টাকা।
একাউন্টেন্ট পদ : এই পদের মাসিক বেতন ১৮ হাজার ৫৩৬ টাকা।
অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর পদ : এই পদের মাসিক বেতন ১৩,২৪০ টাকা।
সোশ্যাল ওয়ার্কার পদ : এই পদের মাসিক বেতন ১৮,৫৩৬ টাকা।
বীরভূম জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে চাকরির সুযোগ আবেদন করুন
বয়স সীমা :
এই পদ গুলোতে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা :
PO (প্রটেকশন অফিসার) : এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই যে কোন একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চাইল্ড ডেভেলপমেন্ট/ সাইকোলজি ইত্যাদি যে কোন বিষয় স্নাতক ডিগ্রী থাকতে হবে।
একাউন্টেন্ট: এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই যে কোন একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্সের নাটক ডিগ্রী অথবা গণিত বিষয়ের নাটক ডিগ্রী থাকতে হবে।
অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর : এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই যে কোন একটি স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।
সোশ্যাল ওয়ার্কার : এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রী অর্জন করতে হবে।
আবেদন প্রক্রিয়া :
আগ্রহী প্রার্থীদের আবেদন পত্রটি অনলাইন এর মাধ্যমে অধিভুক্ত করতে হবে। পাগড়ী ব্রাজিলরা কিভাবে আবেদন করবে সেটি সবিস্তারে নিচে আলোচনা করা হলো ।
সর্বপ্রথম এই প্রতিবেদনের নিচে দেয়া অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফরমটি ডাউনলোড করে সেটাকে A4 সাইজের প্রিন্ট আউট করে পার করে নিতে হবে। তারপর নিজের সমস্ত বিস্তারিত তথ্য দিয়ে আবেদন ফরমটি সঠিকভাবে পূরণ করে এবং সেই ফর্মটির সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ জেরক্স করে সংযুক্ত করে ফ্রন্টের সাথে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা :
ইতিমধ্যে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে ৫ ডিসেম্বর থেকে। আবেদন প্রক্রিয়াটি চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :
DM office DCPU selection (room number-209) second floor, office of the district magistrate Jhargram.
নির্বাচন প্রক্রিয়া :
আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে তাদের লিখিত পরীক্ষা ,কম্পিউটার পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে।
For online application, official website