Indian Coast guard Recruitment 2026 : ইন্ডিয়ান কোস্ট গার্ড অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ব্যাচ এর জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন।
সূচিপত্র
পদের নাম :
অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট – জেনারেল ডিউটি , টেকনিক্যাল পদ ।
বয়স সীমা :
এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স সীমা ২১ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। বয়সের গণনা ১ জুলাই ২০২৫ অনুযায়ী হবে।
বীরভূম জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ আবেদন করুন
আবেদন ফি :
সাধারণ, ওবিসি এবং ইউব্লিউএস ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৩০০ টাকা আবেদন ফি দিতে হবে।
SC , ST প্রার্থীদের জন্য কোনরকম আবেদনফি দিতে হবে না।
শিক্ষাগত যোগ্যতা :
জেনারেল ডিউটি : এই পদের জন্য আবেদনকারীদের অবশ্যই যে কোন বিষয় স্নাতক ডিগ্রি উত্তীর্ণ হতে হবে।
টেকনিক্যাল পদ : এই পদের জন্য আবেদনকারীকে অবশ্যই মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হতে হবে ।
আবেদন প্রক্রিয়া :
সর্বপ্রথম ইন্ডিয়ান কোস্ট গার্ড এসিস্ট্যান্ট কম্যান্ডেন্ট ব্যাচ এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। ওয়েবসাইট টি হল – joinindiancoastguard.cdac.in ।
তারপর হোমপেজে CGCAT লিংকে ক্লিক করুন।
তারপর নোটিফিকেশন বা আবেদন সংক্রান্ত লিংকটিতে ক্লিক করুন
তারপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে আবেদন ফরমটিকে নির্ভুলভাবে পূরণ করুন।
সবশেষে আবেদন ফরমটি জমা দেয়ার আগে নির্ধারিত আবেদন ফি জমা দিন।
এই বিষয়ে আরো কিছু জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।