Utsashree Pending case: উৎসশ্রী পোর্টাল ট্রান্সফারে পেন্ডিং কেস নিয়ে গুরুত্বপূর্ণ রায়।

উৎসশ্রী পোর্টাল (Utsashree Pending case) দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তাই ব্যাহত হচ্ছে শিক্ষক ও শিক্ষাকর্মীদের ট্রান্সফার প্রক্রিয়া। তবে যারা উৎসশ্রী পোর্টাল বন্ধ হওয়ার আগে থেকে আবেদন করে রেখেছিলেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিস্তারিত দেখে নেওয়া যাক।

মেডিকেল গ্রাউন্ডে লিস্টের রোগ না থাকলেও ট্রান্সফার পেলেন শিক্ষক

শিক্ষিকা কুসুমিতা পাল বনাম পশ্চিমবঙ্গ সরকার ও অন্যান্যদের করা একটি মামলায়, যার কেস নম্বর WPA 21339 of 2023. এই মামলায় আইনজীবী হিসেবে ছিলেন শুভ্র প্রকাশ লাহিড়ী।

শিক্ষিকা কুসুমিতা পাল যিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। যার জন্য উৎসশ্রী পোর্টালে (Utsashree Portal) বাড়ির কাছাকাছি বদলির জন্য আবেদন করেছিলেন 18 জুলাই ২০২২ সালে। ঐ শিক্ষিকার আবেদন নিয়ম মেনে পাঠানো হয়েছিল স্কুলের পক্ষ থেকে সংশ্লিষ্ট ডিসটিক ইন্সপেক্টর অফ স্কুলকে একুশে সেপ্টেম্বর ২০২২ সালে। ডিস্ট্রিক্ট ইনপেক্টর অফ স্কুল ওই শিক্ষিকার আবেদন কে স্কুল সার্ভিস কমিশনের কাছে পাঠিয়েছিলেন যথাসময়ে কিন্তু এখনো পর্যন্ত ওই শিক্ষিকার বদলির ক্ষেত্রে কোন সিদ্ধান্ত নেয়নি স্কুল সার্ভিস কমিশন। ফলে ওই শিক্ষিকা বদলির জন্য আদালতের দ্বারস্থ হন।

সরকারপক্ষের আইনজীবী জানান শিক্ষিকা কুসুমিতা পাল কে বদলি অর্ডার দেওয়া যাবে না কারণ উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) সাসপেন্ড রয়েছে।

সমস্ত বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ করে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য রায় দান করে জানান স্কুল সার্ভিস কমিশন এই অর্ডার পাওয়ার পর এক সপ্তাহের মধ্যে আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করবেন এবং আট সপ্তাহের মধ্যে ঐ শিক্ষিকাকে ট্রান্সফারের ব্যাপারে নির্দিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা করবেন। তিনি আরো জানিয়েছেন যে ঐ শিক্ষিকার ট্রান্সফারের জন্য পোটাল বন্ধ থাকলেও তাতে কোন বাধা হবে না।

বহু শিক্ষক ও শিক্ষাকর্মী রয়েছেন যারা উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) বন্ধ হওয়ার আগেই আবেদন করেছিলেন কিন্তু স্কুল সার্ভিস কমিশনের অধীনে সেই আবেদন গুলি পড়ে রয়েছে। এই রায়ের ফলে সেই সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মীরা আশার আলো দেখতে পাচ্ছেন বদলির ক্ষেত্রে।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment

WhatsApp channel Join Now