ডায়মন্ড হারবার উইমেনস ইউনিভার্সিটিতে কর্মী নিয়োগের জন্য (Diamond Harbour women’s University Recruitment 2024) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন।
গ্রামীণ শিক্ষক নিয়োগ হতে চলেছে, আবেদন করুন
১. পদের নাম :
field investigator , research assistant পদ।
২. মোট শূন্যপদ : 2 টি।
এই বিষয়ে আর বিস্তারিত কিছু জানতে অফিসিয়াল ওয়েব সাইটে নজর রাখুন। এই ওয়েবসাইটটি হল- Jobs in West Bengal ।
৩. আবেদন প্রক্রিয়া:
অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। সেখান থেকে একটি ফর্ম ফিলাপ করে যাবতীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে। এই বিষয়ে আরো বিস্তারিত কিছু জানতে একটি মেলে কন্টাক করতে পারেন। সেই মেল টি হলো – contact ghoshk.geo@ gmail.com ।
৪. আবেদনের সময়সীমা :
আগামী ২৫ শে নভেম্বরের মধ্যে সকলকে আবেদন করতে হবে ।
৫. শিক্ষাগত যোগ্যতা :
- রিসার্চ অ্যাসিস্ট্যান্ট : এই পদে আবেদন করতে হলে আবেদনকারীকে ভূগোল, জিওলজি বাই এনভায়রনমেন্টাল সাইন্স এর মধ্যে যেকোনো একটি বিশেষ স্নাতক উত্তর ডিগ্রি থাকতে হবে। শুধু তাই নয় ন্যূনতম ৫০ শতাংশ নাম্বার অবশ্যই থাকতে হবে। Remote sensing এবং GIS এর বিষয়েও বিস্তারিত অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর মধ্যে।
- ফিল্ড ইনভেস্টিগেটর :
এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে ভূগোল, জিওলজি বা এনভারমেন্টাল সাইন্স এর মত যে কোন বিষয়ে স্নাতকোত্ত ডিগ্রী থাকতে হবে।
৬. নিয়োগ প্রক্রিয়া :
ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে তবেই চাকরিটি চ্যুক্তির ভিত্তিতে হবে। নিয়গ কারীর মধ্যে ছয় মাসের কাজের সুযোগ থাকবে।
৭. বেতন : এই পদের মাসিক বেতন ১৫০০০ টাকা থেকে ২০ হাজার টাকা ।
গুরুত্বপূর্ণ লিংক:
Official website: Click here