পশ্চিমবঙ্গের সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত উচ্চ (upper primary school) প্রাথমিক স্কুল সংখ্যা ও সেই সমস্ত স্কুলে মোট শিক্ষক সংখ্যা জানতে চেয়ে শিক্ষাদপ্তরকে আরটিআই (RTI) করল শিক্ষক সংগঠন অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার (APGTWA) কি জানতে চাওয়া হয়েছে দেখে নিন।
রামকৃষ্ণ মিশনে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করুন
The Right to information act 2005 আইন অনুযায়ী পশ্চিমবঙ্গের সরকার পোষিত ও সাহায্যে প্রাপ্ত আপার প্রাইমারি স্কুলগুলির সংখ্যা ও ওই স্কুলের বর্তমান শিক্ষক-শিক্ষিকাদের সংখ্যা জানতে চেয়ে অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন গড়াই আরটিআই করলেন। শিক্ষাদপ্তরের এই বিষয়ে সম্পূর্ণ তথ্য জানতে চেয়েছেন তিনি। মূলত যে বিষয়গুলো জানতে চেয়েছেন সেগুলি হল;
- রাজ্যে মোট জুনিয়র হাই স্কুলের সংখ্যা ও জেলা অনুযায়ী তার সংখ্যা কত?
- রাজ্যে মোট জুনিয়র হাই স্কুলে স্থায়ী পদে কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সংখ্যা কত?
- রাজ্যের সমস্ত জুনিয়ার হাই স্কুলের স্থায়ী পদে অনার্স/ পিজি শিক্ষক শিক্ষিকা কতজন রয়েছে?
- রাজ্যে মোট জুনিয়র হাই স্কুলের কোন কোন স্কুলগুলোতে ছাত্রছাত্রী সংখ্যা ৫০ এর কম তাও জানতে চেয়েছেন।
- রাজ্যে মোট জুনিয়র হাই স্কুলে কতগুলি শিক্ষক-শিক্ষিকার শূন্যপদ খালি রয়েছে।
আপনারা জানেন যে বর্তমানে পশ্চিমবঙ্গে জুনিয়র হাই স্কুলের সংখ্যা বেশ ভালো পরিমানে থাকলেও সেই স্কুল গুলিতে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সংখ্যা পর্যাপ্ত নেই । কোন কোন স্কুলে ছাত্র-ছাত্রী সংখ্যা পর্যাপ্ত থাকলেও একজন শিক্ষক দিয়ে চালানো হচ্ছে। তাছাড়া জুনিয়র হাই স্কুলে অনার্স পিজি শিক্ষকদের না রেখে নরমাল সেকশনের শিক্ষকদের রাখা বেশি জরুরি বলে মনে করা হচ্ছে। অনার্স পিজি শিক্ষকদের জুনিয়র হাই স্কুল থেকে হাই স্কুলে ট্রান্সফারের ব্যবস্থা করা হোক।