Assistant Professor: 47 টি সহকারি অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো IIIT Allahabad

Assistant Professor: সহকারী অধ্যাপক (Assistant Professor) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে IIIT Allahabad থেকে। ভারতীয় নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি IIT Allahabad থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (assistant Professor grade -I) গ্রেট ওয়ান এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor Grade -2) পদে নিয়োগ হবে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতার ভিত্তিতে অনলাইন আবেদন করতে পারবেন । আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, ফি,নোটিফিকেশন ও অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পর্কে জেনে নিন।

যারা নেট (NET )অথবা পিএইচডি (PhD) সম্পূর্ণ করে বসে আছেন সহকারী অধ্যাপক (assistant Professor) নিয়োগের অপেক্ষায় তাদের জন্য ভালো খবর। IIIT Allahabad থেকে নিয়োগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এম টেক ও phd সম্পূর্ণ করা চাকরিপ্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor)

শূন্যপদ: 47 টি।

বয়সসীমা: সহকারী অধ্যাপক (Assistant Professor) নিয়োগের জন্য বয়সে কোনো ঊর্ধ্বসীমা নেই।

ফি: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor) নিয়োগের জন্য ফি জমা দিতে হবে অনলাইনে। ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে।

জেনারেল ও অন্যান্যদের জন্য: 1180 টাকা ও সঙ্গে জিএসটি।

এস সি / এস টি পি ডব্লিউ ডি দের জন্য: কোন টাকা লাগবে না।

আরো পড়ুন, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা: সহকারী অধ্যাপক নিয়োগের জন্য ইউজিসির নিয়ম প্রযোজ্য হবে।
সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী ও পিএইচডি ডিগ্রি থাকতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ :

অনলাইন আবেদন ও ফি পেমেন্ট শুরু হবে 18.09.2024 থেকে।

অনলাইন আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 24.09.2024 পর্যন্ত।

শূন্যপদের বিবরণ:

পদের নাম শূন্যপদ
Assistant Professor47 টি।

গুরুত্বপূর্ণ লিংক:

Assistant Professor নিয়োগের জন্য official Notification

online application এ আবেদন করার জন্য official website

চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা অনলাইন আবেদন করার আগে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ তথ্য যাচাই করে তবেই আবেদন করবেন।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment