Primary TET 2014: 1459 জন শিক্ষকের তথ্য চেয়ে পাঠালো সি বি আই। wbppe থেকে এই তথ্য চাওয়ার কারন কি?
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। যাতে 2014 সালে শিক্ষক নিয়োগের যে টেট পরীক্ষা হয়েছিল (Primary TET 2014) তাদের মধ্য থেকে 1459 জন শিক্ষকের তথ্য চেয়ে পাঠালো সি বি আই। wbppe থেকে যে প্রাথমিক টেট (Primary tet 2014) পরীক্ষা হয়েছিল, এবং তার মাধ্যমে প্রচুর প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে। এ নিয়ে কোলকাতা হাইকোর্টে মামলা ও হয়েছে। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় সি বি আই তদন্ত করছে। তাই সি বি আই তদন্তের স্বার্থে এর আগে ও শিক্ষকদের তথ্য তলব করা হয়েছিল। এবার ও সি বি আই নতুন করে তথ্য তলব করেছে। কিন্ত কি কি তথ্য জানতে চাওয়া হয়েছে?
আরো জানতে পড়ুন, প্রধান শিক্ষকদের উদ্দেশ্য কড়া বার্তা
ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে যার মেমো নম্বর 1278 (22)/WBBPE/2024/33C-10/2023 তারিখ; 27.08.2024 সমস্ত জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল নির্দেশ দেওয়া হয়েছে। যারা 2014 সালের টেট (Primary TET 2014) কোয়ালিফাই করেছেন এবং শিক্ষকতা করছেন 2016 সালের নোটিফিকেশন অনুযায়ী তাদের তথ্য তলব করা হয়েছে।
কি কি তথ্য জমা করতে হবে?
1459 জনের শিক্ষকদের 2টি লিস্ট দেওয়া হয়েছে । এখানে শিক্ষকের নাম ও রোল নম্বর দেওয়া রয়েছে কিন্তু কতগুলো তথ্য আঁকা রয়েছে। যেগুলি ফিলাপ করে জমা দিতে হবে সেগুলি হল;
- শিক্ষকের পিতার নাম
- শিক্ষকের ঠিকানা
- মোবাইল নম্বর
- কোন স্কুলে নিযুক্ত হয়েছেন , সেই স্কুলের নাম
- বোর্ডের রেকমেন্ডেশন লেটার ( মেমো নম্বর ও তারিখ সহ)
শিক্ষকদের তথ্য পাঠানোর জন্য ইমেল করতে হবে। 29.08.24 তারিখের মধ্যেই।
Email: secretary.wbbpe@gmail.com
2014 সালের টেট পরীক্ষা সংক্রান্ত wbbpe এর নোটিফিকেশন