Primary Teacher Mutual Transfer: দীর্ঘ আড়াই বছর পর মিউচুয়াল ট্রান্সফার শুরু হল উৎসশ্রীর মাধ্যমে। কিন্তু প্রাথমিক শিক্ষকরা যে সমস্যায় মধ্যে পড়েছেন তা যদি সমাধান না হয়, তাহলে প্রাথমিক শিক্ষক শিক্ষিকা ট্রান্সফার (mutual transfer) থেকে বঞ্চিত হবেন। আর সেই জন্য বর্তমান যে সমস্যাগুলি উদ্ভূত হয়েছে, তার আশু সমাধান প্রয়োজন। সমস্যা গুলি দেখে নেওয়া যাক।
উৎসশ্রী পোর্টালে ( Utsashree Portal) একজন প্রাথমিক শিক্ষক প্রেভার্ড জেলা হিসেবে সর্বোচ্চ তিনটি এবং প্রতিটি জেলা থেকে একটি করে সার্কেল চয়েস করে প্রেফারেন্স দিতে পারছেন। যদি কোন শিক্ষক ওই তিনটি প্রেফার্ড ডিস্ট্রিক্ট ও সার্কেল চয়েজ করে সাবমিট করে দেন। তাহলে আর ভবিষ্যতে এডিট করতে পারছেন না। এখন মূল সমস্যা হলো ওই তিনটি সার্কেল থেকে ওই শিক্ষক যদি কোন মিউচুয়াল ট্রান্সফার না পান । তাহলে অন্য কোন জেলা থেকে তিনি মিউচুয়াল ট্রান্সফার পেতে পারেন। তা সত্ত্বেও তিনি অন্য কোন জেলাতে আবেদন করতে পারছেন না। ধরুন কোন শিক্ষক হাওড়া জেলা থেকে নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনার যথাক্রমে নাকাশিপাড়া, বহরমপুর, বারাসাত এই তিনটি সার্কেল এ প্রেফারেন্স দিয়েছেন কিন্তু ওই সার্কেল থেকে তিনি কোন মিউচুয়াল ট্রান্সফার পেলেন না। কিন্তু দেখা গেল তিনি মুর্শিদাবাদের বেলডাঙ্গা সার্কেল থেকে কাউকে মিউচুয়াল পার্টনার হিসেবে পেলেন কিন্তু যখনই ট্রান্সফারের জন্য আবেদন করতে যাচ্ছেন, তখন পোর্টালে মিস ম্যাচ দেখাচ্ছে।
উৎসশ্রী পোর্টালে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে সমস্যায় শিক্ষকরা, বিস্তারিত দেখে নিন
এই সমস্যার সমাধান না হলে প্রাথমিক শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার এ কেউ বিশেষ করে উপকৃত হতে পারবেন না। ফলে অনেকেই মিউচুয়াল ট্রান্সফারের সুযোগ থাকলেও পাচ্ছেন না।
এই সমস্যা থেকে সমাধান পেতে হলে প্রেফার্ড ডিস্ট্রিক এবং সার্কেল এডিট করার ক্ষমতা শিক্ষকদের হাতে থাকুক। যাতে যেকোনো সময় তিনি তার প্রেফার্ড ডিস্ট্রিকস ও সার্কেল চেঞ্জ করতে পারবেন। তারপর তিনি বদলির সুযোগ পেলে নিয়ম অনুযায়ী আপনা থেকেই লক হয়ে যাবে। তবে তার আগে তারা ট্রান্সফার থেকে বঞ্চিত হবেন কেন?
আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হল একই সার্কেল এর মধ্যে প্রাথমিক শিক্ষকরা মিউচুয়াল ট্রান্সফার এ আবেদন করতে পারছেন না। এই নিয়ম তুলে দেয়া হোক। মিউচুয়াল ট্রান্সফার (Mutual transfer) যে কোন জায়গায় যেকোনো শিক্ষক নিতে পারেন। এই ব্যবস্থা চালু করা হোক।
এই সমস্ত সমস্যা এবং তার সমাধান চেয়ে শিক্ষাদপ্তর, প্রিন্সিপাল সেক্রেটারি ও কমিশনার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এর কাছে তুলে ধরেছেন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী মহাশয়। এবং দ্রুত এই সমস্যার সমাধান চেয়ে দাবি জানিয়েছেন।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ | জয়েন করুন |
আমাদের টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |