Hooghly Cochin shipyard Recruitment 2025: হুগলি কোচিন শিপ ইয়ার্ডে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ,বিস্তারিত দেখে নেওয়া যাক।
সূচিপত্র
পদের নাম:
হুগলি কোচিন শিপ ইয়ার্ডে HCSL অপারেটর এবং ওয়েলডার কাম ফিটার পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ:
উপরে উল্লেখিত পদগুলিতে মোট 5 টি শূন্যপদ রয়েছে।
বয়স সীমা:
ওপরে উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্ব সীমায় ছাড় পাবেন।
কলকাতা হাইকোর্টের বিভিন্ন পদে চাকরির সুযোগ বেতন লোভনীয় দেখে নিন
আবেদন ফি:
উপরে উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য আবেদন ফির রাখা হয়েছে সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য ৪০০ টাকা।
তবে এস সি এস টি চাকরিপ্রার্থীদের উক্ত পদগুলিতে আবেদনের জন্য কোন টাকা লাগবে না। অনলাইনে আবেদন ফি জমা করতে হবে। আবেদন ফি নন রিফান্ডেবল হবে।
গুরুত্বপূর্ণ পদ ও যোগ্যতা:
পদের নাম | শূন্যপদ | যোগ্যতা |
Operator (pipe Bending) | 01 | Pass in SSLC , ITI |
Welder Cum Fitter | 01 | Pass in SSLC, ITI |
Operator ( Crane) | 01 | Pass in SSLC, ITI |
Operator (Plate Preservation) | 01 | Pass in SSLC, ITI |
Welder Cum Fitter (Fitter) | 01 | Pass in SSLC, ITI |
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদন প্রক্রিয়ার শুরু হয়েছে 07.01.2025 থেকে।
অনলাইনে আবেদনের শেষ তারিখ 01.02.2025
বেতন:
বিভিন্ন পদে বেতন বিভিন্ন তবে নির্দিষ্ট স্কেল হলো। W5 RS: 21300 – 69840 টাকা।
আবেদন পদ্ধতি :
উপরে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য আসতে ভাবী অফিশিয়াল ওয়েবসাইট www.hooghlycsl.com career page এখানে যাবতীয় তথ্য সঠিকভাবে ফিলাপ করে জমা করতে হবে অনলাইনে।
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ | জয়েন করুন |
আমাদের টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |