হুগলি কোচিন শিপ ইয়ার্ডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি: Hooghly Cochin shipyard Recruitment 2025

Hooghly Cochin shipyard Recruitment 2025: হুগলি কোচিন শিপ ইয়ার্ডে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ,বিস্তারিত দেখে নেওয়া যাক।

পদের নাম:

হুগলি কোচিন শিপ ইয়ার্ডে HCSL অপারেটর এবং ওয়েলডার কাম ফিটার পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ:

উপরে উল্লেখিত পদগুলিতে মোট 5 টি শূন্যপদ রয়েছে।

বয়স সীমা:

ওপরে উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্ব সীমায় ছাড় পাবেন।

কলকাতা হাইকোর্টের বিভিন্ন পদে চাকরির সুযোগ বেতন লোভনীয় দেখে নিন

আবেদন ফি:

উপরে উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য আবেদন ফির রাখা হয়েছে সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য ৪০০ টাকা।
তবে এস সি এস টি চাকরিপ্রার্থীদের উক্ত পদগুলিতে আবেদনের জন্য কোন টাকা লাগবে না। অনলাইনে আবেদন ফি জমা করতে হবে। আবেদন ফি নন রিফান্ডেবল হবে।

গুরুত্বপূর্ণ পদ ও যোগ্যতা:

পদের নাম শূন্যপদযোগ্যতা
Operator (pipe Bending)01Pass in SSLC , ITI
Welder Cum Fitter01Pass in SSLC, ITI
Operator ( Crane)01Pass in SSLC, ITI
Operator (Plate Preservation)01Pass in SSLC, ITI
Welder Cum Fitter (Fitter)01Pass in SSLC, ITI

গুরুত্বপূর্ণ তারিখ:

অনলাইন আবেদন প্রক্রিয়ার শুরু হয়েছে 07.01.2025 থেকে।

অনলাইনে আবেদনের শেষ তারিখ 01.02.2025

বেতন:

বিভিন্ন পদে বেতন বিভিন্ন তবে নির্দিষ্ট স্কেল হলো। W5 RS: 21300 – 69840 টাকা।

আবেদন পদ্ধতি :

উপরে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য আসতে ভাবী অফিশিয়াল ওয়েবসাইট www.hooghlycsl.com career page এখানে যাবতীয় তথ্য সঠিকভাবে ফিলাপ করে জমা করতে হবে অনলাইনে।

অফিসিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপজয়েন করুন
আমাদের টেলিগ্রাম গ্রুপজয়েন করুন

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           
WhatsApp channel Join Now
Telegram channel Join Now

Leave a Comment