মাধ্যমিক ভূগোল পরীক্ষা 2025 শর্ট প্রশ্ন|Madhyamik Geography 2025 short question & answer

মাধ্যমিক ভূগোল পরীক্ষা 2025 (Madhyamik Geography 2025 short question & answer) আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। তার আগে ভূগোল বিষয়ে প্রস্তুতি পর্ব শুরু হলো। আজকেই প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে 1 নম্বরে প্রশ্নোত্তর আলোচনা করা হলো । প্রধানত বহির্জাত প্রক্রিয়া হিসেবে নদী, বায়ু ও হিমবাহ থেকে এই প্রশ্নগুলি দেওয়া হয়েছে। আগামী মাধ্যমিক পরীক্ষাগুলিতে ভূগোল (geography Madhyamik 2025) বিষয়ে এই প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণভাবে সাহায্য করবে ভালো নম্বর পেতে। দেখে নেওয়া যাক।

বহির্জাত প্রক্রিয়া থেকে এক নম্বরে প্রশ্ন:

  1. অসমতল ও বন্ধুর ভূমি ক্ষয়সীমার সাপেক্ষে ক্ষয় বহন ও সঞ্চয়ের মাধ্যমে সমতলে পরিণত হলে তাকে কি বলে?

উত্তর: পর্যায়ন বা গ্রেডেশান।

  1. অবরোহন ও আরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফলকে কি বলে?

উত্তর: পর্যায়ন।

  1. নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে কি বলে?

উত্তর: বিন্দুবার।

  1. যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘাটে ঘটে তাকে কি বলে?

উত্তর: অবরোহন।

  1. পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট ফাটল গুলি কে কি বলে?

উত্তর: ক্রেভাস।

  1. যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে?

উত্তর: আরোহন।

  1. সাহারায় দুটি অনুদৈর্ঘ্য বালিয়াড়ির মাঝে করিডরকে কি বলে?

উত্তর: গাসি।

  1. আরোহন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ এর নাম লেখ?

উত্তর: বদ্বীপ।

মাধ্যমিক ভূগোল সাজেশন 2025 100% কমন

  1. মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্ট ভূমিরূপ হিসেবে থেকে যায় তাকে কি বলে?

উত্তর: ইনসেলবার্জ।

  1. অবরোহন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখ।

উত্তর: ক্যানিয়ন।

  1. ভূপৃষ্ঠে প্লাবনভূমি, বদ্বীপ প্রভৃতির সৃষ্টি হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে?

উত্তর: আরোহন প্রক্রিয়া।

  1. হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে কি বলে?

উত্তর: বার্গস্রন্ড।

  1. একটি বহির্জাতক শক্তির উদাহরণ দাও।

উত্তর: হিমবাহ, বায়ুপ্রবাহ, নদী প্রবাহ ইত্যাদি।

  1. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি?

উত্তর: সাল্টো এঞ্জেল।

  1. ধনুকাকৃতি বদ্বীপ দেখা যায় এমন একটি নদীর নাম লেখ।

উত্তর: ভারতের গঙ্গা।

  1. ভূমিরূপ বিদ্যায় গ্রেড (Grade) শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

উত্তর: জি কে গিলবার্ট।

17.” মাশরুম রক ” বলা হয় কোন ভূমিরূপকে?

উত্তর: গৌর।

  1. হিমবাহের দ্বারা পর্বতের পাদদেশে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ হল;

উত্তর: গ্রাবরেখা।

  1. হিমবাহ দ্বারা ব্যবচ্ছিন্ন বহিধৌত সমভূমিকে কি বলে?

উত্তর: ভ্যালিট্রেন।

  1. বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হল-

উত্তর: বাজাদা।

  1. পৃথিবীর ভূমিরূপ গঠনে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা গ্রহণ করে কোন বহির্জাত শক্তি?

উত্তর: নদী। (70% )

  1. পর্যায়ন বা গ্রেডেশান কথাটি প্রথম কে ব্যবহার করেন?

উত্তর: চেম্বারলিন ও সেলিসবারি।

  1. ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির মূল উৎস কি?

উত্তর: সূর্য

  1. নদীর কার্য কোন অঞ্চলে অধিক কার্যকরী?

উত্তর: বৃষ্টি যুক্ত আদ্র অঞ্চলে।

  1. আবহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয় , এই তিনটি প্রক্রিয়াকে একসঙ্গে কি বলে?

উত্তর: নগ্নীভবন।

  1. ক্ষয়ে শেষ সীমা কাকে বলা হয়?

উত্তর: সমুদ্রতল।

  1. ক্ষয়সীমা ধারণার প্রবক্তা কে?

উত্তর: জে ডব্লিউ পাওয়েল।

  1. পৃথিবীর মোট মিষ্টি জলের শতকরা পরিমাণ কত?

উত্তর: 0.003% ।

  1. দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে?

উত্তর : দোয়াব।

  1. নদীর মধ্যে প্রবাহিত পদার্থকে কি বলে?

উত্তর: ভার বা বোঝা।

  1. ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি?

উত্তর: গঙ্গা অববাহিকা।

  1. নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা 64 গুণ বাড়ে, এটিকে কি বলে?

উত্তর: নদীর ষষ্ঠ ঘাতের সূত্র।

  1. ষষ্ঠ ঘাতের সূত্রের প্রবক্তা কে?

উত্তর: w. Hopkins

  1. নদীর জল প্রবাহ মাপার একক কি?

উত্তর: কিউসেক ও কিউমেক।

  1. ভারতের একটি আদর্শ নদীর নাম লেখ?

উত্তর: গঙ্গা নদী।

  1. পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটি?

উত্তর: নেপালের কালিগণ্ডকী নদীর কালীগণ্ডকী গিরিখাত ( অন্ধ গলচি) 5571 মি।

  1. পৃথিবীর গভীরতম ক্যানিয়ন কোনটি?

উত্তর: তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর সাংপো কানিয়ন।

  1. জনা ও দশম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত?

উত্তর: সুবর্ণরেখা।

  1. যোগ বা গেরোসাপ্পা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?

উত্তর: কর্ণাটকের সরাবতী নদী।

  1. ভারতের বিখ্যাত জলপ্রপাত কোনটি?

উত্তর: গোয়ার মান্ধোভি নদীর দুধ সাগর জলপ্রপাত।

  1. অসংখ্য পটহোল একসঙ্গে গড়ে উঠলে তাকে কি বলে?

উত্তর: পটহোল কলোনি।

  1. কোন নদীর নাম অনুসারে মিয়েন্ডার নামকরণ করা হয়?

উত্তর: তুরস্কের মিয়েন্ডারেস নদী।

  1. মুর্শিদাবাদের মতিঝিল কোন ধরনের ভূমিরূপের উদাহরণ?

উত্তর: অশ্বক্ষুরাকৃতি হ্রদ।

  1. এশিয়া তথা ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি?

উত্তর: ব্রহ্মপুত্র নদের মাজুলি দ্বীপ।

  1. পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি?

উত্তর: আমাজনের ইলহা দ্য মারাজো । (40100 কিমি)

  1. প্লাবন ভূমির মধ্যে ছোট ছোট জলাশয় যা বর্ষাকালে জলে ভরে যায় তাকে কি বলে?

উত্তর: বিল।

  1. নদী মোহনায় ফানেল আকৃতির চওড়া অংশকে কি বলে?

উত্তর: খাঁড়ি।

  1. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?

উত্তর: গঙ্গা ব্রহ্মপুত্র ব-দ্বীপ।

  1. ধনুক আকৃতি বদ্বীপের উদাহরণ হল?

উত্তর: গঙ্গা ব্রহ্মপুত্র নীল ও পো , হোয়াংহো নদীর বদ্বীপ।

  1. পাখির পায়ের মতো ব দ্বীপ এর উদাহরণ দাও।

উত্তর: মিসিসিপি মিসৌরি।

  1. করাতে দাঁতের ন্যায় ব দ্বীপের উদাহরণ হল;

উত্তর: ইতালির তাইবার বদ্বীপ।

  1. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের উদাহরণ দাও।

উত্তর: সুন্দরবন।

  1. সুন্দরবনে প্রতি দশকে কত ডিগ্রি করে উষ্ণতা বাড়ছে?

উত্তর: 0.5° সেলসিয়াস।

  1. সুন্দরবনের মোট ক্ষেত্রফল কত?

উত্তর: দশ হাজার বর্গ কিমি যার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে 7100 কিমি।

  1. ইউনেস্কো কবে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করে?

উত্তর: 1987 সালে।

  1. সুন্দরবনের লুপ্তপ্রায় বদ্বীপের উদাহরণ দাও?

উত্তর: লোহাচড়া, ঘোড়ামারা, নিউমুর।

  1. সদ্য পতিত তুষার হালকা প্যাঁচা তুলোর মত হিমবাহ কে কি বলে?

উত্তর: নেভে।

  1. পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি?

উত্তর: জ্যাকোভশান। (গতিবেগ 46 মিটার/প্রতিদিন)

  1. জনসংখ্যা বৃদ্ধির কারণে আগামী দিনে পৃথিবীর যে সমস্যাটি সবচেয়ে ভয়াবহ রূপ নেবে তা হল-

উত্তর: পানীয় জলের সমস্যা।

  1. পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের উদাহরণ দাও।

উত্তর: আন্টার্কটিকার ল্যাম্বার্ট।

  1. মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষ দেশ কে কি বলে?

উত্তর: নুনাটক।

  1. পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ কোনটি?

উত্তর: আলাস্কার হুবাড।

  1. ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি?

উত্তর: সিয়াচেন।

  1. পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের উদাহরণ দাও।

উত্তর: আলাস্কার ম্যালাসপিনা

  1. সমুদ্রে ভাসমান বড় বড় বরফের চাঁইকে কি বলে?

উত্তর: হিমশৈল।

  1. করি অংশের পিছনের মস্তক দেওয়াল ও হিমবাহের মধ্যে যে ফাঁক তৈরি হয় তাকে কি বলে?

উত্তর: র্রান্ডক্লাফট (Randkluft)

  1. দুটি করির মধ্যবর্তী অংশ সংকীর্ণ হয়ে তীক্ষ্ণ প্রাচীরের মতো অবস্থান করলে তাকে কি বলে?

উত্তর: এরিটি বা অ্যারেট।

  1. অ্যাম্ফিথিয়েটারের মতো দেখতে ভূমিরূপকে কি বলে?

উত্তর: সার্ক বা করি।

  1. বদ্রিনাথ এর নিকট নীলকন্ঠ কোন ধরনের ভূমিরূপে উদাহরণ?

উত্তর: পিরামিড চূড়া।

  1. সার্ক কোন দেশে কি নামে পরিচিত?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ডে করি, ফ্রান্সের সার্ক, জার্মানিতে কার, ওয়েলসে কাম।

  1. হিমসিড়িতে জল জমে যে হ্রদের সৃষ্টি হয় তাকে কি বলে?

উত্তর: প্যার্টার্নওস্টার হ্রদ।

  1. বদ্রীনাথ এর কাছে ঋষিগঙ্গা কোন ধরনের ভূমিরূপের উদাহরণ?

উত্তর: ঝুলন্ত উপত্যকা।

  1. পৃথিবীর বৃহত্তম ফিয়ডের নাম কি?

উত্তর: স্কোরশবি সাউন্ড।

  1. “The Land of Fjords” কাকে বলা হয়?

উত্তর : নরওয়েকে।

  1. কোন ভূমিরূপকে ডিম ভর্তি ঝুড়ির মত দেখায়?

উত্তর: ড্রামলিন (Basket Of Egg topography)

  1. বহি বিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে?

উত্তর: ভ্যালিট্রেন।

  1. একটি শীতল মরুভূমির নাম লেখ?

উত্তর: গোবি, তাকলামাকান।

  1. সাহারায় বালি দিয়ে গঠিত মরুভূমিকে কি বলে?

উত্তর: আর্গ।

  1. বিভিন্ন আকৃতির পাথর খন্ড দ্বারা গঠিত মরুভূমিকে আলজেরিয়ায় কি বলে?

উত্তর: রেগ, মিশরে সেরীর, অষ্টেলিয়ায় গিবারস বলে।

  1. পৃথিবীর বৃহত্তম অপবাহন সৃষ্ট হ্রদ কোনটি?

উত্তর: মিশরের কাতারা।

  1. মোরগের ঝুটির ন্যায় দেখতে ভূমিরূপ কে কি বলে?

উত্তর: ইয়ার্রদাং।

  1. ইয়ারদং ক্ষয় পেয়ে তীক্ষ্ণ আকার নিলে তাকে কি বলে?

উত্তর: নিডিল শ

  1. পেডিপ্লেন এর ধারণা কার?

উত্তর: এল সি কিং।

  1. ইনসেলবার্জ কথার অর্থ কি?

উত্তর: দ্বীপশৈল।

  1. ইনসেলবার্ড ক্ষয় হয়ে গম্বুজের ন্যায় ঢিবিতে পরিণত হলে তাকে কি বলে?

উত্তর: বোর্নহার্ড।

  1. ইনসেলবার্জ গভীর আবহবিকারের প্রভাবে পাথর খন্ড স্তূপ রুপে পরিণত হলে তাকে কি বলে?

উত্তর: ক্যাসেলকপিজ।

  1. কেরালার মালাবার উপকূলের বালিয়াড়ি কে স্থানীয় ভাষায় কি বলে?

উত্তর: টেরিস।

  1. একজন বিখ্যাত মরু বিজ্ঞানীর নাম লেখ যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাহারা মরুভূমির বালিয়াড়ি নিয়ে বিশদে গবেষণা করেন?

উত্তর: ব্যাগনল্ড।

  1. কোন বালিয়াড়ি দেখতে অর্ধচন্দ্রাকার হয়?

উত্তর: বারখান বালিয়াড়ি।

  1. মরুভূমিতে সৃষ্ট লবণাক্ত হ্রদকে কি বলে?

উত্তর: প্লায়া।

  1. পৃথিবীর বিখ্যাত প্লায়ার উদাহরণ দাও?

উত্তর: তারিম বেসিনের লপনর হ্রদ।

  1. বিজ্ঞানীদের মতে পৃথিবীর কত শতাংশ জমি মরু আগ্রাসনের গ্রাসে রয়েছে?

উত্তর: 35% ।

  1. মরু আগরনের ফলে পৃথিবীর কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে?

উত্তর: 85 কোটি।

  1. যে সীমারেখার উপর সারা বছর তুষার জমে বা তুষার গলে যায় তাকে কি বলে?

উত্তর: হিমরেখা।

  1. গ্রেট গ্রীন ওয়াল এর দৈর্ঘ্য কত?

উত্তর: 7750 কিলোমিটার।

  1. লোয়েস কথাটির অর্থ কি?

উত্তর: স্থানচ্যুত বস্ত

  1. একটি অন্তর্জাত শক্তির উদাহরণ দাও?

উত্তর: ভূমিকম্প, অগ্নুৎপাত।

  1. ভারতের একটি অন্তবাহিনী নদীর নাম লেখ।

উত্তর: লুনি।

  1. পৃথিবীর সর্ব প্রধান জলবিভাজিকা কোনটি?

উত্তর: মধ্য এশিয়ার পার্বত্য ভূমি।

  1. কেটলে জলপূর্ণ হলে তাকে কি বলে?

উত্তর: কেটল হ্রদ।

মাধ্যমিক টিপস

বিগত মাধ্যমিক পরীক্ষায় এসেছিল এমন বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে। এই প্রশ্নগুলো ভালো করে পড়লে বিভিন্ন বিষয় সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যাবে । সেই সঙ্গে পরীক্ষায় ছোট প্রশ্ন উত্তর গুলো খুব সহজে করা যাবে । তাছাড়া ভালো নম্বরও পাওয়া যাবে।

বহির্জাত প্রক্রিয়া প্রক্রিয়ার সমস্ত প্রশ্নের পিডিএফ

বহির্জাত প্রক্রিয়া থেকে যে ১০০টি প্রশ্ন উত্তর দেয়া হয়েছে তার সমস্ত পিডিএফ ডাউনলোড করার জন্য অবশ্যই তোমাকে যেতে হবে আমাদের টেলিগ্রাম গ্রুপে সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নেওয়া যাবে। লিংক দিয়ে দেয়া হলো।

আমাদের whatsapp গ্রুপজয়েন করো
আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করো

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment