Utsashree Portal Mutual transfer: দীর্ঘ আড়াই বছর পর উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) চালু হলেও তা কেবল অনলাইন মিউচুয়াল ট্রান্সফারের জন্য। জেনারেল ট্রান্সফারের জন্য অপেক্ষা করতে হবে আগামী জুন মাস পর্যন্ত। মিউচুয়াল ট্রান্সফার (Mutual transfer) শুরুর আগে মিউচুয়াল ট্রান্সফারের যে সমস্যা গুলি রয়েছে সেগুলি সমাধান করে তারপর চালু করা উচিত। সেকশন সমস্যা লকিং পিরিয়ড ছাড়াও আরো বহু সমস্যা রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক।
- আপার প্রাইমারি নিয়োগ সম্পন্ন হওয়ার পর জেনারেল ট্রান্সফার তো শুরু করতেই হবে। উৎসশ্রী পোর্টালে (Utsashree Portal) আবেদনের ভিত্তিতে ট্রান্সফার দিতে হবে।
- দুই বা ততোধিক শিক্ষক ও শিক্ষাকর্মীর মধ্যে মধ্যে মিউচুয়াল ট্রান্সফার (Mutual transfer ) শুরু করতে হবে। এতে কোন অসুবিধা হবে না বরং শিক্ষকরা ট্রান্সফারের সুযোগ বেশি পাবেন। এর ফলে জেনারেল ট্রান্সফারের চাপটা কমবে।
মিউচুয়াল ট্রান্সফার আবেদন করবেন কিভাবে বিস্তারিত দেখে নিন
- পাঁচ বছরের লকিং পিরিয়ড নয় বরং সার্ভিস কনফার্মেশন হলেই মিউচুয়াল দিতে হবে। মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে পাঁচ বছরের লকিং পিরিয়ডের যে বিধি নিষেধ তা তুলে দিতে হবে।
- সেকশন সমস্যা দূর করতে হবে। নরমাল সেকশনের পিজি টিচারদের সঙ্গে এইচএস সেকশনের পিজি টিচারদের মিউচুয়াল ট্রান্সফার , সেইসঙ্গে জেনারেল ট্রান্সফার দিতে হবে।
- মিউচুয়াল ট্রান্সফারের (Mutual transfer) যারা আনলকের জন্য আবেদন করেছেন, তাদের দ্রুত আনলক করে দিতে হবে।
- মিউচুয়াল ট্রান্সফারের (Mutual transfer) কেস ও জেনারেল ট্রান্সফারের পেন্ডিং কেস অবিলম্বে ছেড়ে দিতে হবে।
এই দাবিগুলো নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে কমিশনার অফ স্কুল এডুকেশন, মধ্যশিক্ষা পর্ষদ ও এসএসসি চেয়ারম্যান কে ডেপুটেশন দেয়া হয়েছে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন -” অবিলম্বে এই সমস্যাগুলো দ্রুত সমাধান করে উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) চালু করা হোক। তাহলে বহু ট্রান্সফার প্রত্যাশী শিক্ষক-শিক্ষিকা শিক্ষাকর্মীদের দাবি পূরণ হবে এবং তারা বাড়ির কাছে পৌঁছোতে পারবেন।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ | জয়েন করুন |
আমাদের টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |