WBBSE Acedemic Calender 2025: পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ তার মেমো নং – DS ( Aca )/ 503/A/25/5 , তারিখ – 30/12/2024 দ্বারা গতকাল 2025 সালের অ্যানুয়াল অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করেছে। এর সঙ্গে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য একগুচ্ছ অবশ্য পালনীয় নির্দেশিকা। সেই নির্দেশিকা গুলির একটা সংক্ষিপ্তসার এটা — SHAMIM RAHAMAN, HM।
১) কর্মীদের স্কুলে আসার নির্ধারিত সময় সকাল ১০.৩৫। ১০.৪০ থেকে ১১.১৫ পর্যন্ত লেট মার্ক। তারপর absent।
২) HOI এর অনুমতি ছাড়া কেউ সাড়ে চারটার আগে বিদ্যালয় পরিত্যাগ করতে পারবেন না।
৩) ছুটি অনুমোদিত না হলে সাধারণভাবে ছুটি নেওয়া যাবে না। ছুটি অতিক্রান্ত হলে অনুপস্থিত থাকা যাবে না।
৪) 214 SE এর কোড অফ কন্ডাক্ট মেনে চলতে হবে।
৫) অবজারভেশন ডে তে কর্মীদের আসতে হবে। এর জন্য আলাদা রেজিষ্টার মেইনটেইন করবেন HOI
৬) Attendance Register এ যেন Arrival ও Departure দুটোতেই টাইম দিয়ে সই করার জায়গা থাকে।
৭) স্টুডেন্ট ও টিচার ক্লাসে মোবাইল ফোন ব্যবহার করবে না। যদি টিচার সেটা TLM হিসেবে ব্যবহার করতে চান তো HOI এর লিখিত অনুমতি নেবেন।
৮) টিচাররা স্কুলের ভিতরে এবং বাইরে টিচারসুলভ আচরণ করবেন।
৯) টিচারদের যে ক্লাস ( রেগুলার বা প্রভিশনাল) দেওয়া হোক, যেখানে দেওয়া হোক সেখানেই যাবেন কোনও রকম শর্ত ছাড়াই। সময়ে syllabus শেষ করবেন । স্কুলের পরীক্ষা সংক্রান্ত কাজ করবেন। বোর্ড পরীক্ষা বা অন্য কোনো পাবলিক পরীক্ষার দায়িত্ব পেলে পালন করবেন। পাবলিক পরীক্ষার ডিউটি করার জন্য পারিশ্রমিক পেলে নিতে পারেন।
১০) মাধ্যমিক ও অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে ডিউটি দেওয়া হলে টিচাররা নির্দিষ্ট সময়ে রিপোর্ট করবেন, সঠিকভাবে ডিউটি করবেন, পরীক্ষা হলের ও সামগ্রিক এক্সাম সেন্টারের ব্যবস্থাপনা যাতে সঠিক থাকে সেটা দেখবেন, answer script packeting এ সাহায্য করবেন, পরীক্ষা সংক্রান্ত মিটিং অ্যাটেন্ড করবেন, হেড এক্সামিনার/ এক্সামিনার বা পরীক্ষা সংক্রান্ত অন্য দায়িত্ব বোর্ড দিলে সেগুলি পালন করবেন, মাধ্যমিক পরীক্ষায় ডিউটি পেলে সেই সময় অন্য দায়িত্ব নেবেন না। যে স্কুলে মাধ্যমিকের সেন্টার নেই তাদের টিচাররাও এই পরীক্ষা সংক্রান্ত ডিউটি পেলে সেটা পালন করবেন
১১) বিভিন্ন সরকারি প্রকল্পগুলোতে টিচাররা নোডাল অফিসার হিসাবে কাজ করবেন।
১২) টিচাররা পরীক্ষার খাতা পরীক্ষার হলে ( এক্সাম হল) বসে দেখবেন না।
১৩) Third Summative Evaluation এর পর স্কুলে remedial class হবে।
১৪) টিউশন, বিজনেস , অর্থ উপার্জনকারী যে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ কাজ করা এবং স্টুডেন্টদের মানসিক বা দৈহিক শাস্তি প্রদান শিক্ষকদের জন্য নিষিদ্ধ।
১৫) গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা এমসি ও HOI এর নির্দেশ মোতাবেক কাজ করবেন।
১৬) স্কুল চত্বরে ও আশপাশে তামাক দ্রব্য নিষিদ্ধ।
১৭) স্টুডেন্টদের কাছ থেকে পুরনো বই ফেরত নিতে হবে।
১৮) V থেকে VIII পর্যন্ত টিচার্স ডায়েরি মেইনটেইন করতে হবে।
১৯) স্কুলের ক্লাস রুটিনের কপি বছরে তিনবার (15 ই ফেব্রুয়ারি, 15 ই এপ্রিল, 14 ই আগস্ট ) বোর্ডে পাঠাতে হবে।
২০) স্কুল প্রত্যেক স্টুডেন্টের চাইল্ড প্রোফাইল বানাবে। তাতে ছাত্রদের শিখনস্তরে কি রকম উন্নতি হচ্ছে সেটার প্রতিফলন থাকবে এবং তার কপি তিনটে Summative Examination এর পর বোর্ডে এবং ডি আই কে পাঠাতে হবে mail করে।
২১) রুটিনে তারকা চিহ্নিত ক্লাসগুলোতে স্টুডেন্টদের লার্নিং আউটকাম এর অ্যাসেসমেন্ট করতে হবে।
২২) কম্পিউটার, লাইব্রেরি, ল্যাবরেটরি, ইত্যাদি নানারকম বইয়ের বাইরের ক্লাস সপ্তাহে তিনটে করে থাকবে ক্লাস সিক্সে এবং সপ্তাহে দুটো করে থাকবে VII থেকে VIII এর রুটিনে। ক্লাস IX ও X এর এই রকম বইয়ের বাইরের ক্লাস থাকবে সপ্তাহে 2 টি বা 3 টি।
২৩) উপরে উল্লেখিত নির্দেশ অমান্য করলে এমসি বা বিদ্যালয় প্রধান বোর্ডকে জানাতে পারেন। বোর্ড তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ( stringent action) নেবে।— SHAMIM RAHAMAN,HM।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ | জয়েন করুন |
আমাদের টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |