2016 SLST Teacher Recruitment Panel Update: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত ২০১৬ সালের এস এল এস টি (SLST ) যোগ্য শিক্ষক শিক্ষিকাদের প্যানেল নিয়ে চিন্তার ভাঁজ খোদ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। আগামী ৭ই জানুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে গুরুত্বপূর্ণ শুনানির দিন রয়েছে কিন্তু তার আগে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এই বক্তব্য তাদেরকেই আরো মর্মাহত করেছে। বিস্তারিত জেনে নেওয়া যাক।
মধ্যশিক্ষা পর্ষদের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী কখন স্কুলে পৌঁছাতে হবে শিক্ষকদের
গত ২৭শে ডিসেম্বর থেকে ধর্মতলার Y চ্যানেলে ২০১৬ সালে নিযুক্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা অবস্থান বিক্ষোভ করছে। তাদের আশঙ্কা আগামী ৭ই জানুয়ারি সুপ্রিমকোর্টে তাদের প্যানেল বাতিল হতে পারে। তারা ষড়যন্ত্রের শিকার। সামান্য পরিমাণে অযোগ্যভাবে নিযুক্ত শিক্ষকদের জন্য তাদের সম্পূর্ণ প্যানেল বাতিল হতে পারে । এই আশঙ্কা তাদেরকে গ্রাস করেছে। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য এসেছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে। তারা এসএসসির দপ্তরে ডেপুটেশন দিতে গিয়েছিলেন কিন্তু সেখান থেকে আশানুরূপ কোন স্বস্তির বার্তা পায়নি। তাই কেন্দ্রীয় নেতৃত্ব আন্দোলনরত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন-” ২০১৬ সালে নিযুক্ত সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের জানিয়ে দিন এসএসসির (WBCSSC) থেকে জানিয়েছেন প্যানেল বাঁচানো যাবে না। তাই এই আন্দোলন থেকে আমরা এক পা ও নড়ছি না, এখানেই বসে থাকবো। আমাদের এখান থেকে যেখানেই ফেলে দেওয়া হোক, সেখান থেকেই আমরা প্রতিবাদ করে যাব। আমি ৭ই জানুয়ারি পর্যন্ত আমরা কেউ এখান থেকে যাব না। যারা ভাবছেন বাড়ি চলে যাব, জেনে রাখুন সর্বনাশ হয়ে যাবে। ভেতরের গল্প খুব খারাপ, সব প্ল্যান করে রেখেছে, যাদের থেকে টাকা নিয়েছে ওরা আমাদের নিয়ে ডুববে। আমাদের বলি বানাতে চাইছে। আমরা কিছুতেই হতে দেব না”।
গতকাল বৃহত্তর গ্রাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে এক প্রতিনিধি দল ধর্মতলার এই অবস্থান মঞ্চে আসেন। বি জি টি এর পক্ষ থেকে সৌরেন ভট্টাচার্য মহাশয় জানান ‘ দরকার হলে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক সংগঠন এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবে, যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচাতেই হবে। এর জন্য তারা যা করার করবেন।
এ বিষয়ে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (ABTA) প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন যোগ্য শিক্ষকদের চাকরি রক্ষার্থে তারা লড়াই করে যাবেন। এ নিয়ে তারা আইনজীবী ও নিয়োগ করেছেন।
অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন- শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য অযোগ্য প্রার্থীদের মধ্যে যোগ্য প্রার্থী বাছাই করা এসএসসির কর্তব্যের মধ্যে পড়ে। তিনি আরো বলেন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোন রকম অনিয়ম ও স্বজনপোষণ বরদাস্ত করা যাবে না। যোগ্য চাকরি প্রার্থীদের তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে।
২৬ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে ৫৮৮০ জন অযোগ্য শিক্ষক বাদ দিলে বাকিরা যোগ্য। তাহলে কারা যোগ্য কারা অযোগ্য তা বাছাই করার দায়িত্ব এসএসসির (wbcssc) । আমরা যোগ্যদের পক্ষে, অযোগ্যদের বিপক্ষে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ | জয়েন করুন |
আমাদের টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |