Dearness Allowance (DA) agitation: রাজ্যের পঞ্চম বেতন কমিশনের ডিএ নিয়ে হাইকোর্টে মামলা চলছে। ষষ্ঠ বেতন কমিশনের DA এ আই সি পি আই (AICPI) অনুসারে মিলছে না রাজ্যের কর্মচারীদের । দীর্ঘ দু’বছর ধরে বকেয়া ডি এর দাবিতে আন্দোলন করে আসছে একটি শিক্ষক সংগঠন। এবার নবান্নের সামনে ধরনা দিতে চলেছে এই সংগঠনটি। কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ডিএ র ফারাক বেড়ে দাঁড়িয়েছে ৩৯ শতাংশ। অন্যান্য রাজ্য ডিএ ঘোষণা করলেও পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কোন ডি এ ঘোষণা হয়নি।
শিক্ষার সামগ্রিক উন্নতি করতে শিক্ষা দপ্তরের এই ৩৭ টি পদক্ষেপ করা উচিত।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বকেয়ার ফারাক বেড়েই চলেছে। প্রতি বছর রাজ্য সরকার জানুয়ারি মাসে কিছু পরিমাণ ডিএ (DA) ঘোষণা করে কিন্তু এবছর এখনো পর্যন্ত কোনো ডি এ ঘোষণা করা হয়নি। সরকারি কর্মচারীরা মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে। যাতে দ্রুত বকেয়া ডিএ ঘোষণা করা হয়, সেই জন্য একেবারে নবান্নের ৪০০ মিটারের মধ্যে ধরনায় বসতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। গত বছর নবান্নের বাসস্ট্যান্ডে সামনে ধরনায় বসে ছিল সংগ্রামী যৌথ মঞ্চ। এ বছর কিছুটা দূরে মন্দিরতলায় বকেয়া ডিএ র দাবিতে ধরনায় বসতে চলেছে তারা। মূলত কর্মচারীদের প্রধান দাবি গুলি হল-
- AICPI অনুযায়ী সমস্ত রাজ্য সরকারি কর্মচারী দের প্রাপ্য বকেয়া DA মিটিয়ে দিতে হবে।
- সরকারি প্রতিষ্ঠানে প্রায় ছয় লক্ষ শূন্য পদ পড়ে রয়েছে সেই শূন্য পদ গুলিতে দ্রুত ও স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে।
- যোগ্য ও অনিয়মিত চাকরিপ্রার্থীদের নিয়মিত করণ করতে হবে।
- ডিটেলমেন্ট বা প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহার করতে হবে।
আগামী ২২ শে ডিসেম্বর ২৩ ডিসেম্বর ও ২৪শে ডিসেম্বর এই তিন দিন নবান্নের ৪০০ মিটার দূরে মন্দির তলা বাসস্ট্যান্ডে হাওড়াতে ধরনায় বসতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ।
সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন – রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডি এর (DA) বহর বাড়তে বাড়তে এভারেস্টের সমান উচ্চতায় পৌঁছেছে। তিনি আরো বলেছেন আমরা যা কাজ করি তার সঠিক পারিশ্রমিক পাইনা। এই ডিএ টা শুধু আমাদের জন্য নয়, এই ডিএ টা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর জন্য। কারণ DA বৃদ্ধি হলে সমস্ত স্তরের মানুষের আর্থিক উন্নতি হবে। তিনি কর্মচারীদের চাঙ্গা করতে বলেছেন- ঘরে বসে টিভির পর্দায় বা মোবাইলের পর্দায় খবর না দেখে মাঠে এসে সংগ্রাম করতে হবে। যাতে সরকার বোঝে তাদের দাবিটা কি, তাদের ডিএ র প্রয়োজন টা কেন, সকল কর্মচারীদের আগামী ২২ শে ডিসেম্বর দুপুর তিনটে মন্দিরতলা বাসস্ট্যান্ডে আসার আহ্বান জানিয়েছেন। এই ধরনা চলবে টানা তিন দিন।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ | জয়েন করুন |
আমাদের টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |