Kalyani AIIMS এ গুরুত্বপূর্ণ পদে ইন্টারভিউর মাধ্যমে চাকরি: Kalyani AIIMS Tutor Recruitment 2024

Kalyani AIIMS গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। (Kalyani AIIMS Tutor Recruitment 2024 )আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী উক্ত পদে আবেদন করতে পারবেন। কোনো লিখিত পরীক্ষা হবে না। কেবলমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিপ্রার্থী নির্বাচিত হবেন। প্রধানত নন একাডেমিক পদে নিয়োগ হতে চলেছে। কিভাবে আবেদন করবেন দেখে নিন।

পদের নাম:

প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার অধীনে কল্যাণীর এইমসে anatomy বিভাগে টিউটর পদে নিয়োগ করতে চলেছে।

বয়স সীমা :

চাকরির বিজ্ঞপ্তি আগের তারিখ পর্যন্ত বয়স ত্রিশ বছরের বেশি হলে চলবে না।
ও সংরক্ষিত পদগুলিতে বয়সী সর্বোচ্চ সীমার নেই এস সি এস টি ও বি সি চাকরিপ্রার্থীদের।

বেতন:

15600 থেকে 39100 টাকা গ্রেড 5400 টাকা। লেভেল ১০, সিক্স পে কমিশন।

শিক্ষাগত যোগ্যতা:

  1. MBBS বা MSc ডিগ্রি থাকতে হবে যে কোন রিকগনাইজড ইনস্টিটিউশন বা বিশ্ববিদ্যালয় থেকে।
  2. উপরে উল্লেখিত পদ্ধতিতে নিয়োগের জন্য বিশেষ ক্ষেত্রে ছাড় দেয়া হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার জন্য। সমস্ত ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউতে উপস্থিত হতে হবে।

নাইপার কলকাতাতে নিয়োগের বিজ্ঞপ্তি আবেদন করতে বিস্তারিত দেখুন

নিয়োগ প্রক্রিয়া:

আবেদনপত্র যাচাই শিক্ষাগত যোগ্যতার তথ্য এবং ইন্টারভিউ পাওয়া তথ্যের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া:

আবেদনের জন্য ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করতে হবে। চাকরি প্রার্থীরা উল্লেখিত পদগুলির একটিতে কেবলমাত্র আবেদন করতে পারবেন।

  1. ইন্টারভিউর মাধ্যমে চাকরিপ্রার্থীর যোগ্যতা নির্বাচন করা হবে ও নিয়োগ করা হবে ।
  2. যোগ্যতা বয়স সীমা ও অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ করা হবে।

ইন্টারভিউ এর ঠিকানা:

ইন্টারভিউ অনুষ্ঠিত হবে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং প্রথম তলা কমিটি রুম অফ কল্যানী এইমস। পিন – 741245

আবেদন ফি:

আবেদন করার জন্য সাধারণ চাকরিপ্রার্থীরা এক হাজার টাকা জমা করতে হবে। কল্যাণী এইমস এ ডিমান্ড ড্রাফ্ট করতে হবে।

সংরক্ষিত চাকরিপ্রার্থীদের কোন ফি জমা করতে হবে না।

গুরুত্বপূর্ণ তারিখ:

আগামী ২৪ শে ডিসেম্বর ইন্টারভিউ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। নিম্নলিখিত ঠিকানায়। সকাল ন’টার মধ্যে পৌঁছাতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সাড়ে নটা থেকে এবং ইন্টারভিউ শুরু হবে দশটা থেকে।

Official website: Click Here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           
WhatsApp channel Join Now
Telegram channel Join Now

Leave a Comment