Forest Department Recruitment 2024: মাধ্যমিক পাশে বনদপ্তরের বিভিন্ন পদে চাকরির সুবিধা

বনদপ্তরের বিভিন্ন পদে চাকরির (Forest Department Recruitment 2024 ) জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন ।

কলকাতায় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আবেদন করুন

১. পদের নাম :

Multi taking staff (MTS) , lower division clerk ( LDC) , technician ( TE), Technical Assistant.

২. শিক্ষাগত যোগ্যতা :

এই পদে চাকরি করতে গেলে আগ্রহিপ্রথীদের অবশ্যই কিছু শিক্ষাগত যোগ্যতার দরকার :

  • Multi Tasking Staff(MTS) : এই পদে আবেদন করতে গেলে আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশের যোগ্যতা লাগবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে।
  • Lower Division Clerk: এই পদে নিয়োগের জন্য আবেদনকারীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে এছাড়াও ম্যানুয়াল টাইপ রাইটিং স্পিড অবশ্যই থাকতে হবে । এই সমস্ত প্রার্থীদের ইংরাজি টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে 30 টি শব্দ অবশ্যই টাইপ করার দক্ষতা থাকতে হবে ।
  • Technical Assistant : এই পদে নিয়োগের জন্য আবেদনকারীকে যেকোনো সরকারি স্বীকৃত সায়েন্স অথবা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতক বা গ্র্যাজুয়েশন ডিগ্রী পাস করে থাকতে হবে ।

৩. বয়সসীমা : আবেদনকারীর বয়সসীমা 18-27 বছরের মধ্যে হতে হবে ।

এছাড়াও SC/ ST প্রার্থীদের জন্য ৫ বছর এবং OBC প্রার্থীদের জন্য ৩ বছর এবং PWD প্রার্থীদের জন্য ১০ বছর বয়সের ছাড় পাওয়া যাবে ।

৪. বেতন :

বনদপ্তর পদের চাকরির জন্য কোনো রকম বেতনের উল্লেখ নেই । আপনারা পরে ডিটেলস জানতে পারবেন ।

৫. আবেদন পদ্ধতি :

এই পদের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে । সে ক্ষেত্রে প্রার্থীদের আবেদন করার জন্য সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট e ভিজিট করতে হবে আর সেখানে গিয়ে রেজিস্ট্রেশন ফর্ম টি পূরণ করতে হবে । ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে আবেদন পত্রটিকে সঠিকভাবে নির্বাচন করে পূরণ করুন । এরপর সমস্ত ডকুমেন্টগুলো কে যথাযথ স্ক্যান করে আপলোড করুন। আর সমস্ত নথিপত্র আপলোড হয়ে গেলে চাকরির অ্যাপ্লিকেশনটি সাবমিট করে আবেদন পত্রটি জমা দিন।

৬. আবেদনের সময় সীমা :

আবেদনকারীদের নভেম্বরের ৩০ তারিখ এর মধ্যে আবেদনপত্রটি জমা দিতে হবে ।

৭. নিয়োগ প্রক্রিয়া :
যোগ্য প্রার্থীদের CBT ও DV এর মাধ্যমে নিয়োগ করা হবে । আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন ।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment

WhatsApp channel Join Now