Indian Railway Recruitment Board 2024: মাধ্যমিক পাশেই রেলে গ্রুপ ডি কর্মী নিয়োগ :

ভারতীয় রেলে (Indian Railway Recruitment Board 2024) জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। সব মিলিয়ে ৫০ হাজারেরও বেশি গ্রুপ ডি পদে দ্রুত নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন :

দুর্গাপুর স্টিল প্লান্টে চাকরির সুযোগ আবেদন করুন

১. পদের নাম :

গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে সহকারী পদ , লেভেল ওয়ান পোস্টিং , বিভিন্ন কারিগরি বিভাগ , সহকারি হেল্পার , রেলওয়ে ট্রাক রক্ষণাবেক্ষণ ইত্যাদি ।

২. শূন্যপদ : ৫০ হাজারেরও বেশি ।

৩. শিক্ষাগত যোগ্যতা :

এই পদে নিয়োগের জন্য আবেদনকারীদের অবশ্যই আইটিআই সার্টিফিকেট এর প্রয়োজন । NCVT ও SCVT ডিগ্রী সার্টিফিকেট থাকতে হবে।

৪. বয়স সীমা :

আবেদনকারীদের ১৮ বছরের ঊর্ধ্বে বয়স হলে তবেই এই পদে আবেদন জানাতে পারবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা অর্থাৎ SC, ST, PWD প্রার্থীদের জন্য বয়সীমা ছাড় পাওয়া যায় ।

৫. আবেদন পদ্ধতি :

এই পদে আবেদনের জন্য RRB অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে । সেখানে অনলাইন এর মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে এবং আবেদন মূল্যটি প্রদান করতে হবে । এই বিষয়ে আরো কিছু জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন । www.indianrail.gov.in

প্রশ্নের ধরন:

প্রশ্ন হবে mcq টাইপের। ১০০ টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান এক নম্বর করে।
পরীক্ষার সময় থাকবে ৯০ মিনিট তবে প্রতিবন্ধীদের জন্য একশো কুড়ি মিনিট সময় দেয়া হবে।
তিনটি ভুল প্রশ্নের জন্য এক নম্বর কাটা যাবে।

সিলেবাস:

  1. জেনারেল সায়েন্স।
  2. গণিত।
  3. জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং।
  4. জেনারেল আওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স।

Official website: click here

Leave a Comment

WhatsApp channel Join Now