National seeds corporation Limited Recruitment: ন্যাশনাল সিডস কর্পোরেশন লিমিটেড( national seeds corporation Recruitment) এ নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন।
যাদবপুর বিশ্ববিদ্যালয় ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি এখনই আবেদন করুন
১. পদের নাম :
উপমহাব্যবস্থাপক (ভিজিল্যান্স) , সহকারি ব্যবস্থাপক ( ভিজিল্যান্স) এর ১-১ টি , ম্যানেজমেন্ট ট্রেইনি ( এইচ আর) , ম্যানেজমেন্ট ট্রেনিং ( গুণমান নিয়ন্ত্রণ ) এর ২-২ একটি পদ পূরণ করা হবে ।
২. মোট শূন্য পদ : ১৮৮ টি ।
৩. শিক্ষাগত যোগ্যতা :
আগ্রহী প্রার্থীদের অবশ্যই আইটিআই, ডিপ্লোমা, সিনিয়র সেকেন্ডারি, স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে ।
৪. বয়স সীমা :
আগ্রহী প্রার্থীর সর্বোচ্চ বয়স ২৭ , ৪০ বা ৫০ বছরের বেশি হওয়া উচিত নয় । বয়স ৩০ এ নভেম্বর ২০২৪ অনুযায়ী গণনা করা হবে। এটি ছাড়াও নানান রকম পোস্ট অনুযায়ী ২৭ , ৪০ বা ৫০ বছরের বেশি হওয়া উচিত নয় আবেদনকারীর বয়স ।
৫. আবেদন প্রক্রিয়ার সময়সীমা :
আগ্রহী প্রার্থীদের অবশ্যই 26 শে অক্টোবর ২০২৪ আবেদন করতে করতে হবে । এছাড়াও আবেদন করার শেষ তারিখ ৩০ শে নভেম্বর ২০২৪ নির্ধারণ করা হয়েছে । আগ্রহী প্রার্থীদের অবশেষ তারিখের আগে আবেদন করতে হবে।
এছাড়াও এই বিষয়ে আরো কিছু জানার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে ওয়েবসাইট টি হল – indiaseeds.com ।
এই ওয়েবসাইটের মাধ্যমেও আবেদনকারীরা আবেদন করতে পারেন ।
গুরুত্বপূর্ণ লিংক
India seeds corporation Recruitment Notification
Official website: Click here