Jadavpur University Recruitment 2024 : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ চলছে

Jadavpur University recruitment ,2024 : যাদবপুর বিশ্ববিদ্যালয় (jadavpur University Recruitment 2024) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কেবলমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া হবে। আবেদন করার জন্য বিস্তারিত দেখে নিন।

পশ্চিমবঙ্গ সরকার চাকরির জন্য কি কি বিষয়ে ফ্রিতে ট্রেনিং দেয়

কিভাবে আবেদন করবেন তা দেখে নিন।

১. পদের নাম : গবেষণা সহকারি পদ ।

২. মোট শূন্য পদ : ২ টি

৩. শিক্ষাগত যোগ্যতা :

আবেদনকারীর পিএইচডি / এম.ফিল/ প্রকল্পের গবেষণার ক্ষেত্রে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর অথবা ন্যূনতম ৫৫ % নাম্বার সহজ যে কোন সামাজিক বিজ্ঞান শাখায় স্নাতক উত্তর ডিগ্রি থাকতে হবে ।

৪. বেতন : মাসিক বেতন ৩৭,০০০ টাকা ।

৫. সময় সীমা : ৮ মাস ।

ICSSR এর অধীনে গবেষনা সহকারি নিয়োগের জন্য ৬ই নভেম্বর ২০২৪ ( বুধবার) স্কুল অফ মিডিয়া, কমিউনিকেশন এন্ড কালচার (ইউ জি আর্টস বিল্ডিং, গ্রাউন্ড ফ্লোর, গেট নাম্বার ৪এর কাছে) বিকাল ৩ টায় একটি ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ।

অগ্রিক প্রার্থীরা সরাসরি সাক্ষাৎকারের বায়োডাটা সমস্ত প্রশংসা পত্র এবং বিশ্ববিদ্যালয় তথ্য বিভাগ থেকে 50 টাকা পেমেন্ট উপলব্ধ সম্পূর্ণ আবেদনপত্র সহ ব্যক্তিগতভাবে নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে পারেন। সমস্ত নতিবেদিত আগ্রহী প্রার্থীর বাতিল হতে পারে এবং তার থেকে সাক্ষাৎকারে উপস্থিত দেওয়া নাও হতে পারে।

কোনরকম T.A/ D.A দেওয়া হবে না । এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।

গুরুত্বপূর্ণ লিংক

jadavpur University Recruitment Notification

official website: click here

গুরুত্বপূর্ণ লিংক

Leave a Comment

WhatsApp channel Join Now