WBCSSC Headmaster Recruitment preparation: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এর মাধ্যমে সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের (WB HM Recruitment) জন্য যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রস্তুতি পর্ব শুরু হল Online Mock Test (MCQ) মাধ্যমে।
মোট ৬০ নম্বরের পরীক্ষা হয়। ৪টি বিভাগে, প্রতিটা বিভাগ ১৫ নম্বর করে।
- General awareness & current affairs relating to school education
- English
- Mathematics
- Issues in school Management
আজকে প্রস্তুতির প্রথম পর্বে জেনারেল এওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত স্কুল শিক্ষা সম্পর্কে বিভিন্ন দার্শনিকদের তত্ত্বের বিষয়ে। যেমন বি এফ স্কিনার, জন ডিউই, ভাইগৎস্কি, পিয়াজেট, ব্রুনস, ও রবিনসন কে নিয়ে।
অনলাইন টেস্টে মোট চল্লিশটি প্রশ্ন দেওয়া রয়েছে। কুইজ শুরুর পূর্বে প্রথমে নিজের নাম অবশ্যই লিখতে হবে । তারপর দ্বিতীয় সেকশনে প্রশ্ন গুলি আসবে। সেই প্রশ্নগুলির সঠিক উত্তর দিতে হবে। কুইজ শেষে সাবমিট করার পর আপনারা আপনাদের রেজাল্ট দেখে নিতে পারবেন। কোন প্রশ্ন ভুল হলো তার সঠিক উত্তর কি এবং কোন প্রশ্নের উত্তর সঠিক হলো তাও দেখে নিতে পারবেন। কুইজটিতে কোন নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়নি। তবে আপনারা একবারের বেশি এটেন্ড করতে পারবেন না।
Online Mock Test Link: Start Mock Test Now
I want to join mock test
Link English click korun
Yes
Yes
Thanks
I want to join online mocktest
mock test online link at the end of bulletin
Yes
I want to participate in mock test Sir
লিংক প্রতিবেদনটির নিচে আছে
আপনি খুব ভালো উদ্যোগ নিয়েছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মাস্টারমশাই
welcome sir
I interested to join this group
লিংক প্রতিবেদনটির নিচে আছে।
please provide me the link for mock test🙏
লিংক প্রতিবেদনটির নিচে আছে।
I want to join online mock test.
Thank you sir
I want join
Thank you so much sir..
welcome
I want agree for that’s programme.
link ache dekhun
Add me