WBMSC NT Recruitment: মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া শুরু!

WBMSC NT Recruitment: ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের 1st SLST (NT) গ্রুপ ডি নিয়োগের কাউন্সিলিং নিয়ে নোটিফিকেশন জারি। কিভাবে intimation লেটার ডাউনলোড করবেন ও PVR ফিলাপ করবেন দেখে নিন।

ত্রিপুরা ইউনিভার্সিটি তে সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি এখনই আবেদন করুন

পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের (wbmsc) গ্রুপ ডি নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর WBMSC/1st SLST (NT) (Group D) গ্রুপ ডি নিয়োগের জন্য যারা ইতিমধ্যেই এম্প্যানেলড হয়েছেন, তাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হচ্ছে। কাউন্সিলিং শুরু হচ্ছে 22.20.2024 থেকে চলবে 24.10.24 পর্যন্ত।

সমস্ত এম্প্যানেলড চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, গ্রুপ ডি নিয়োগের কাউন্সেলিং এর জন্য ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে। সেটি পাওয়া যাবে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের নিজস্ব ওয়েবসাইটে। ওয়েবসাইটটি হলো www.wbmsc.com . এছাড়া আরো গুরুত্বপূর্ণ হলো PVF অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে এবং সেই ডাউনলোড ফর্মটি তে যে সমস্ত তথ্য রয়েছে সেগুলি ভালো করে ফিলাপ করে জমা করতে হবে। ফর্মটি জমা করা যাবে কাউন্সেলিং এর সময়, কমিশনের নিজস্ব অফিসে।

কাউন্সেলিং এর জন্য ইন্টিমেসন লেটার ও পুলিশ ভেরিফিকেশন ফ্রম ডাউনলোড করার জন্য চাকরিপ্রার্থীদের ১০ ডিজিটের রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ পুট করতে হবে।

চাকরিপ্রার্থীদের আরো জানানো যাচ্ছে যে গ্রুপ ডি কাউন্সেলিং এর জন্য শূন্যপদ দিয়ে দেওয়া হয়েছে। সেগুলি কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। শূন্যপদ গুলি ২০১১ সালে তৈরি যেখানে জেলাভিত্তিক, পদভিত্তিক, মিডিয়াম ওয়াইজ , ক্যাটেগরি ওয়াইজ, ফাইনাল শূন্যপদের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। যেগুলি আপনারা পাবেন মাদ্রাসা সার্ভিস কমিশনের নিজস্ব ওয়েবসাইটে।

কাউন্সেলিং এর ঠিকানা:

West Bengal Madrasa Service Commission, Moulana Abul Kalam Azad Bhawan, DD-45 salt lake -1 ,Kolkata 700064.

Official website: Click here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                                      

Leave a Comment

Exit mobile version