AAI Apprentice Recruitment 2024: এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়াতে 135 টি শূন্য পদে চাকরির সুযোগ!

AAI Apprentice Recruitment 2024: এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়াতে 135 টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, আবেদন পদ্ধতি, নোটিফিকেশন, বিস্তারিত দেখে নেওয়া যাক।

ভারতীয় রেলে 250 টি শূন্যপদে অ্যাক্ট অ্যাপেন্টিস নিয়োগ।

গ্রাজুয়েট ডিপ্লোমা ও আইটিআই ডিগ্রিধারী চাকরিপ্রার্থীদের জন্য ভালো খবর। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে অ্যাপেন্টিস পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে । আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।

পদের নাম: AAI Apprentice

শূন্যপদ: 135 টি।

নিয়োগ সংস্থা: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া।

শিক্ষাগত যোগ্যতা:

  1. Graduate Diploma Apprentice:
    অ্যাপেন্টিস নিয়োগের জন্য ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রী ও ডিপ্লোমা থাকতে হবে।

2 . ITI Apprentice:
চাকরিপ্রার্থীকে অবশ্যই ITI/NCVT ডিগ্রী থাকতে হবে।

বয়সসীমা:

চাকরিপ্রার্থীর বয়সসীমা 31.07.2024 অনুযায়ী সর্বোচ্চ 26 বছর হতে হবে। সংরক্ষিত চাকরিপ্রার্থীরা সরকারি নিয়মে বয়সের ঊর্ধসীমায় ছাড় পাবেন।

গুরুত্বপূর্ণ তারিখ:

অনলাইন আবেদন প্রক্রিয়ার শুরু হয়েছে 11.10.2024

অনলাইন আবেদনের শেষ তারিখ 31.10.2024

শূন্যপদের বিবরণ:

পদের নাম মোট শূন্যপদ
Graduate Apprentice 45
Diploma Apprentice 50
ITI Trade Apprentice 40
AAI Apprentice Recruitment details vacancy

গুরুত্বপূর্ণ লিংক:

AAI Apprentice Recruitment Notification

Official website: check now

চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার নিজস্ব ওয়েবসাইটে গিয়ে তথ্য যাচাই করে নিশ্চিত হয়ে তবেই আবেদন করবেন।

Leave a Comment

Exit mobile version