Utsashree Portal open update News today: নতুন বছরে কি খুলতে চলেছে উৎসশ্রী পোর্টাল।(UtsashreePortal) ? শিক্ষকদের ট্রান্সফার প্রক্রিয়া কি আগের মতন চালু হতে চলেছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে চায় শিক্ষক মহল। কারণ দীর্ঘ আড়াই বছর ধরে উৎসশ্রী পোর্টাল বন্ধ রয়েছে। জানুয়ারি থেকে উৎসশ্রী পোর্টাল খুলে যাচ্ছে? এ নিয়ে যে গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে তা দেখে নেওয়া যাক।
দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে উৎসশ্রী পোর্টাল (UtsashreePortal)। শিক্ষক শিক্ষাকর্মীদের সমস্ত রকম ট্রান্সফার বন্ধ রয়েছে। উৎসশ্রী পোর্টাল বন্ধের সময়সীমা ৩১শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত রয়েছে। এরপর উৎসশ্রী পোর্টাল খোলার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। আপাতত উৎসশ্রী পোর্টালে জেনারেল ট্রান্সফার চালুর জন্য কোন উৎসাহ দেখা যাচ্ছে না। তবে মিউচুয়াল ট্রান্সফার (Mutual transfer) হতে পারে এমনই সম্ভাবনা দেখা দিয়েছে।
প্রধান শিক্ষক নিয়োগের অনলাইন মক টেস্ট বিস্তারিত দেখে নিন
সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন – পোর্টালে মিউচুয়াল ট্রান্সফার (Mutual transfer) চালু নিয়ে তাদের কোন সমস্যা নেই। এ বিষয়ে স্পষ্ট শিক্ষাদপ্তরকে জানানো হয়েছে। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন যে বর্তমানে আপার প্রাইমারী নিয়োগ চলছে। তবে মিউচুয়াল ট্রান্সফার শুরু করা যেতে পারে। এতে তাদের কোন আপত্তি নেই। এ বিষয়ে শিক্ষাদপ্তরকে জানানো হয়েছে। তারা জানিয়েছেন যে সরকার পক্ষ থেকে গ্রীন সিগন্যাল পেলেই মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া চালু হয়ে যাবে। জেনারেল ট্রান্সফার শুরু হলে বহু সমস্যা তৈরি হতে পারে তাই আপাতত জেনারেল ট্রান্সফার (General Transfer) চালুর বিষয়ে কোনো উৎসাহ দেখা যাচ্ছে না।
শিক্ষক-শিক্ষাকর্মীদের দাবি 2022 সালে 29 সেপ্টেম্বর থেকে পোর্টাল বন্ধ রয়েছে । যার ফলে সমস্ত ট্রান্সফার প্রক্রিয়া বন্ধ রয়েছে । এমনকি মিউচুয়াল ট্রান্সফার (Mutual transfer) ও। যা কিছু ট্রান্সফার বর্তমানে চলছে সবটাই কোর্ট কেসের মাধ্যমে। কোর্ট কেসের মাধ্যমে এসএসসি ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে মামলার জেরে অফলাইনে মিউচুয়াল ট্রান্সফার দিতে বাধ্য হচ্ছেন। তাই তারা উৎসশ্রী পোর্টালের (Utsashree Portal) মাধ্যমে অনলাইনে মিউচুয়াল ট্রান্সফার আবারও শুরু করতে চায়।
এসএসসি পোর্টাল বন্ধের আগে পর্যন্ত ২২০০শিক্ষক-শিক্ষিকর শিক্ষাকর্মীদের ট্রান্সফার প্রক্রিয়া থমকে রয়েছে। যেগুলি জেনারেল ট্রান্সফারের অন্তর্গত। এছাড়া আরো বহু সংখ্যক মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়াও আটকে রয়েছে। তাদের দাবি যদি নিয়োগ প্রক্রিয়ার জন্য পোর্টাল (Utsashree Portal) বন্ধ রাখা হয়। তাহলে তো সমস্ত শূন্যপদে কাউন্সিলিং পর্ব শেষ হয়েছে। তাহলে কেন পোর্টাল চালু করা হচ্ছে না।
এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি সাধারণ সম্পাদক স্বপন মন্ডল জানান যে গত প্রায় আড়াই বছর ধরে উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) বন্ধ রয়েছে। যার ফলে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো শিক্ষাকর্মীদের বাড়ির কাছে বদলি সম্ভব হচ্ছে না। তবে এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও স্কুল সার্ভিস কমিশন মিউচুয়াল ট্রান্সফার (Mutual transfer) চালুর ব্যাপারে শিক্ষাদপ্তরকে জানিয়েছে। শিক্ষা দপ্তরের উচিত তাদের প্রস্তাব মেনে নিয়ে দ্রুত মিউচুয়াল ট্রান্সফার শুরু করা।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ | জয়েন করুন |
আমাদের টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |