Top 10 Govt jobs in West Bengal: পশ্চিমবঙ্গ সরকারের দশটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি!

Top 10 Govt jobs in West Bengal: পশ্চিমবঙ্গ সরকারের দশটি দপ্তরের গুরুত্বপূর্ণ সরকারি চাকরি, যার জন্য সমস্ত চাকরিপ্রার্থীরা অপেক্ষা করে থাকে। মূলত সরকারি চাকরির নিশ্চয়তা বেশি তাই সরকারি চাকরি সমস্ত মানুষের কাছে অতি জনপ্রিয়।

বাড়িতে বসে কোন অভিজ্ঞতা ছাড়াই দশটি গুরুত্বপূর্ণ কাজের মাধ্যমে আয় করুন

পশ্চিমবঙ্গে বিভিন্ন চাকরিপ্রার্থীদের মধ্যে বেশ কিছু সরকারি চাকরি জনপ্রিয় । নিম্নে দশটি সরকারি চাকরি সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হলো :

১. WBPSC( West Bengal public service commission):

  • পদের নাম : সরকারি প্রশাসনিক পদ (WBCS)
    ফর্ম বেরোনোর নির্ধারিত সময়: এই পদে চাকরির ফরম সাধারণত বছরে একবার বার হয় ।
  • শিক্ষাগত যোগ্যতা : আগ্রহী প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • বয়স সীমা : ২১ থেকে ৩৬ বছর ।
    •আগ্রহী প্রার্থীদের মধ্যে যোগ্য প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়াপ্রক্রিয়া : এই পদে আগ্রহী প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।

২. West Bengal police :

  • পদের নাম : কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর ।
  • ফর্ম বেরোনোর নির্ধারিত সময় : বছরে একবার বা দুবার বার হয়।
  • শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ।
  • বয়স সীমা : ১৮ থেকে ২৭ বছর
  • আবেদন কারীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের নির্বাচন : আগ্রহী প্রার্থীদের লিখিত পরীক্ষা ,শারীরিক পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।

৩. West Bengal Revenue Department :

  • পদের নাম : রেভিনিউ কালেক্টর/ক্লার্ক
  • ফর্ম বেরোনোর নির্ধারিত সময় : যেকোনো সময়ে ফর্ম বেরোয় ।
  • শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক পাস অথবা স্নাতক ।
  • বয়স সীমা : এই পদে চাকরির জন্য কোনরকম বয়স উল্লেখ করা নেই ।
  • আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের নির্বাচন : আগ্রহী প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে ।

৪. West Bengal Forest Department :

পদের নাম : ফরেস্ট গার্ড

  • ফর্ম বেরোনোর নির্ধারিত সময় : যেকোনো সময়ে ফর্ম বেরোতে পারে ।
  • শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাস
  • বয়স সীমা : ১৮ থেকে ২৭ বছর।
  • আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের নির্বাচন : আগ্রহী প্রার্থীদের লিখিত পরীক্ষা ,শারীরিক পরীক্ষা ,ওই ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।

৫. Kolkata Municipal Corporation :

  • পদের নাম : ক্লার্ক ও অফিস সহায়ক
  • ফর্ম বেরোনোর নির্ধারিত সময় : বছরে একবার বার হয়।
  • শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস ।
  • বয়স সীমা : এই পদে চাকরির কোন বয়স উল্লেখ করা নেই
  • আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া : লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে আগ্রহী প্রার্থীদের নির্বাচন করা হয় ।

৬. West Bengal power development corporation :

  • পদের নাম : জুনিয়র অপারেটর।
  • ফর্ম বেরনার নির্ধারিত সময় : বিভিন্ন সময়ে বের হয়।
  • শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস ।
  • বয়স সীমা : এই পদের কোন বয়স সীমা উল্লেখ নেই ।
  • আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের নির্বাচন : আগ্রহী প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হয় ।

৭. WB School service commission :

  • পদের নাম : স্কুল শিক্ষক
  • ফর্ম বেরোনো নির্ধারিত সময় : প্রতিবছর এই পদে চাকরির ফর্ম বেরোয়। কিন্ত বর্তমানে প্রতি বছর ফর্ম বেরোয় না।
  • শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ের স্নাতক ডিগ্রি/ স্নাতকোত্তর ডিগ্রী + বি এড করা থাকতে হবে ।
  • বয়স সীমা : 20 থেকে 40 বছর।
  • আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীরা নির্বাচন : আগ্রহী প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।

৮. West Bengal Health Recruitment Board :

  • পদের নাম : নার্স , গ্রুপ ডি কর্মী
  • ফর্ম বেরোনো নির্ধারিত সময় : বিভিন্ন সময়ে ফর্ম বেরোয়।
  • শিক্ষাগত যোগ্যতা : নার্সিং ডিপ্লোমা বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রী থাকা প্রয়োজন।
  • বয়স সীমা : 18 থেকে 40 বছর।
  • আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের নির্বাচন : আগ্রহী প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।

৯ . Indian Railways(Eastern Railway):

  • পদের নাম : গ্রুপ C ও D পদ
  • ফর্ম বেরোনোর নির্ধারিত সময় : বছরে একবার বার হয়।
  • শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস
    বয়স সীমা : উল্লেখ নেই
  • আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের নির্বাচন : আগ্রহী প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে ।

১০. West Bengal public Health engineering department :

  • পদের নাম : জুনিয়র ইঞ্জিনিয়ার
    ফর্ম বেরোনার নির্ধারিত সময় : বছরে একবার বার হয়।
  • শিক্ষাগত যোগ্যতা : ডিপ্লোমা/বিকমাস্নাতক ডিগ্রি থাকতে হবে
  • বয়স সীমা : উল্লেখ নেই
  • আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের নির্বাচন : আগ্রহী প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে ।
    মোটামুটি তথ্য : প্রত্যেকটি চাকরির জন্য নির্দিষ্ট সময়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাই সরকারি চাকরির প্রস্তুতির জন্য আগ্রহী প্রার্থীদের নিয়মিত সরকারের ওয়েবসাইট এবং চাকরির নানান রকম পোর্টাল গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে।

Official website:

WBCSSC: www.westbengalssc.com

WBPSC: www.psc.wb.gov.in

WB Health: Click here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment