WBBSE Semester update 2025: নবম দশমে ও সেমিস্টারের প্রস্তাব

WBBSE Semester update 2025: কলেজ বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার চালু হয়েছে আগেই। সদ্য উচ্চমাধ্যমিকে ও সেমিস্টার প্রক্রিয়া চালু হয়েছে। প্রাথমিকে সেমিস্টার প্রক্রিয়া চালু হওয়া নিয়ে শিক্ষামন্ত্রী প্রস্তাব দিলেও তা এখনো চালু হচ্ছে না। এবার নবম ও দশম শ্রেণীতে সেমিস্টারের প্রস্তাব দেওয়া হল। এ বিষয়ে কি জানা যাচ্ছে দেখে নেওয়া যায়।

নবম দশমে সেমিস্টার পদ্ধতি চালু নিয়ে প্রস্তাব দিল শিক্ষকদের একাংশ। সর্বভারতীয় শিক্ষক সংগঠন অল ইন্ডিয়া ফেডারেশন অফ এডুকেশনাল অ্যাসোসিয়েশন (AIFE) এর সাধারণ সম্পাদক নব কুমার কর্মকার বলেন – “নবম ও দশমীর পড়ুয়ার বয়স অভিজ্ঞতার নিরিখে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে উপযুক্ত। তাই নবম শ্রেণী থেকে সেমিস্টার পদ্ধতি চালু হলে একাদশ শ্রেণীতে গিয়ে পরীক্ষার্থীদের সুবিধা হবে। এমনই প্রস্তাব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিত আকারে জমা দেওয়া হয়েছে ,এই সংগঠনের পক্ষ থেকে।

HMPV virus নিয়ে আতঙ্কিত না হয়ে বিস্তারিত দেখে নিন

উচ্চমাধ্যমিকে একাদশ শ্রেণীতে ইতিমধ্যে সেমিস্টার চালু হয়েছে। নতুন সেমিস্টারে ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক দেবে 2026 সালে। পুরাতন নিয়মে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৫ সালের শেষ অনুষ্ঠিত হতে চলেছে ফেব্রুয়ারি মাস থেকে। মনে করা হচ্ছে, ছাত্র-ছাত্রীদের পড়াশোনার চাপ কমানো সম্ভব হবে এই সেমিস্টারের মাধ্যমে।

মাননীয়া মুখ্যমন্ত্রীকে কেবলমাত্র প্রস্তাব দেওয়া হয়েছে। নবম দশমে সেমিস্টার চালুর বিষয়ে এখনো মামনীয়ার কাছ থেকে কোন মতামত পাওয়া যায়নি। আগামীতে কোন মতামত তিনি দিলে অবশ্যই আপনাদেরকে জানাবো।

হোয়াটসঅ্যাপজয়েন করুন
টেলিগ্রামজয়েন করুন

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           
WhatsApp channel Join Now
Telegram channel Join Now

Leave a Comment