Indian Oil Recruitment 2024: ইন্ডিয়ান অয়েল এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন।
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ আবেদন করুন
১. পদের নাম :
মেকানিক্যাল ,ইলেকট্রিক্যাল ,সিভিল ইঞ্জিনিয়ারিং ,আর্টস, সায়েন্স কমার্স ফিল্ডে ইঞ্জিনিয়ারিং এবং গ্রাজুয়েট নিয়োগ করা হবে ।
২. মোট শূন্যপদ : ২৪০ টি ।
৩. শিক্ষাগত যোগ্যতা :
আগ্রহী প্রার্থীদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা এবং নন ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট পদের ক্ষেত্রে ইউজিসি স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে আর্টস, সায়েন্সে , কমার্স ডিগ্রী থাকতে হবে ।
৪. ট্রেনিং এর সময়সীমা :
আগ্রহী প্রার্থীদের অবশ্যই এক বছরের ট্রেনিং নিতে হবে ।
৫. বেতন :
এই পদে চাকরির মাসিক বেতন ইঞ্জিনিয়ারিং পদের ক্ষেত্রে ১০,৫০০ টাকা এবং গ্রাজুয়েট পদের ক্ষেত্রে ১১,৫০০ টাকা ।
৬. আবেদন পদ্ধতি :
https://nats.education.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ ফর্মে ফিলআপ করে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে।
৭. আবেদনের শেষ তারিখ :
আগ্রহী প্রার্থীদের ২৯ শে নভেম্বরের মধ্যেই আবেদন প্রক্রিয়া পূরণ করে ফেলতে হবে ।
৬ ডিসেম্বর শর্টলিস্ট প্রার্থীদের নাম http://www.boatsrp.com এই ওয়েবসাইটে গিয়ে দেখা যাবে ।
৮. নির্বাচন পদ্ধতি :
আগ্রহী প্রার্থীদের একাডেমিক রেজাল্ট এর ওপর ভিত্তি করে যোগ্যপ্রার্থীদের নির্বাচন করা হবে ।
গুরুত্বপূর্ণ লিংক:
Application Online website: click here
For shortlist candidates name: click here
1 thought on “Indian Oil Recruitment 2024: ইন্ডিয়ান অয়েলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি!”