ESIC Job Recruitment 2025 : শ্রম দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নোটিফিকেশন অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, শূন্যপদ, আবেদন পদ্ধতি, ফি, নিয়োগ প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ আবেদনের তারিখ বিস্তারিত দেখে নিন।আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন।
সূচিপত্র
পদের নাম :
শ্রম দপ্তরে যে যে পদে কর্মীদের নিয়োগ করা হবে সেই পদগুলি হল -প্রফেসর , সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, সিনিয়র বাসিন্দা পদ ।
মোট শূন্যপদ:
শ্রম দপ্তরে মোট ১১০ টি শূন্যপদ রয়েছে।
বয়সসীমা :
এই পদ গুলিতে যারা আবেদন করতে চায় সেই আগ্রহী প্রার্থীদের বয়স ৬৯ বছরের মধ্যে হতে হবে। ১৩/০১/ ২০২৫ তারিখ অনুসারে আগ্রহী প্রার্থীদের বয়স গণনা করা হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন।
বেতন :
এই পদ গুলিতে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন ৬৭,৭০০ টাকা থেকে ২,৪০,০০০ টাকা ।
শিক্ষাগত যোগ্যতা :
এই পদ গুলিতে আবেদন করতে গেলে আবেদনকারীকে অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রী/ পিজি ডিগ্রি / সুপার স্পেশালিটিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট টি হল – www.esic.gov.in।
ভারতীয় ডাক বিভাগে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এখনই আবেদন করুন
প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ :
আবেদনের জন্য যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট গুলির প্রয়োজন হয় সেগুলি হলো –
- বয়সের প্রমাণ পত্র ।
- আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড ।
- জাত সংস্থাপত্র।
- কাজের অভিজ্ঞতা সংক্রান্ত সংসাপত্র ।
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের ইমেল এর মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম এই প্রতিবেদনের নিচে দেয়া যে অ্যাপ্লিকেশন ফরমের লিংক আছে সেটা কে ডাউনলোড করে A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করতে হবে।তারপর সেটাকে সঠিকভাবে ফিলাপ করে নির্দিষ্ট সময়ে র মধ্যে dean-alwar.rj@esic.nic.in এই ইমেইল এ ঠিকানা টি পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
নিয়োগ প্রক্রিয়া:
যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
বিজ্ঞপ্তি প্রকাশিত তারিখ : ০৪/০১/২০২৫ ।
ইন্টারভিউ তারিখ : ১৩/০১/২০২৫ ।
Online Application Official Website: View Now