WBCSSC Headmaster Recruitment preparation Mock Test-13: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBCSSC) মাধ্যমে সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের (WB HM Recruitment) জন্য যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রস্তুতি পর্ব শুরু হল Online Mock Test (MCQ) মাধ্যমে।
মোট ৬০ নম্বরের পরীক্ষা হয়। ৪টি বিভাগে, প্রতিটা বিভাগ ১৫ নম্বর করে।
- General awareness & current affairs relating to school education
- English
- Mathematics
- Issues in school Management
আজকে প্রস্তুতির প্রথম পর্বে জেনারেল এওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত স্কুল শিক্ষা সম্পর্কে Section C থেকে Five Issues related to State Level: SL – 3, National Education Policy (1986) main Features থেকে।
WBCSSC Headmaster Recruitment preparation Online Mock Test-13
অনলাইন টেস্টে (Online Moct Test) মোট চল্লিশটি প্রশ্ন দেওয়া রয়েছে। কুইজ শুরুর পূর্বে Start To Online Mock Test এ ক্লিক করতে হবে। 40 টি প্রশ্ন খুলে যাবে প্রত্যেকটি প্রশ্নের জন্য ৬০ সেকেন্ড করে সময় পাবেন। তারপর দ্বিতীয় সেকশনে প্রশ্ন গুলি আসবে। সেই প্রশ্নগুলির সঠিক উত্তর দিতে হবে। কুইজ শেষে সাবমিট করার পর আপনারা আপনাদের রেজাল্ট দেখে নিতে পারবেন। কোন প্রশ্ন ভুল হলো তার সঠিক উত্তর কি এবং কোন প্রশ্নের উত্তর সঠিক হলো তাও দেখে নিতে পারবেন। কুইজটিতে কোন নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়নি। তবে প্রতিটি প্রশ্নের জন্য ৬০ সেকেন্ড করে সময় দেওয়া হয়েছে। তবে আপনারা একবারের বেশি এটেন্ড করতে পারবেন না। এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে আরো কিভাবে নতুন করে উপস্থাপন করলে আপনাদের ভালো হবে মতামত দিয়ে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।
আরো অনলাইন মক টেস্ট পেতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন: Click Here
33