WB District Magistrate Office Recruitment 2025: পশ্চিম বর্ধমানের ম্যাজিস্ট্রেটের দপ্তরে চাকরির সুযোগ!

WB District Magistrate Office Recruitment 2025: পশ্চিম বর্ধমানের চাকরির জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, আবেদন পদ্ধতি, আবেদন এর শেষ তারিখ, বয়সসীমা, আবেদন ফি, বিস্তারিত তথ্য দেখে নিন। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা জেনে নিন।

পদের নাম :

এখানে যে যে পদে কর্মীদের নিয়োগ করা হবে সেগুলো হল –
জেলার মহকুমা ম্যাজিস্ট্রেটের দপ্তরের সুপারেনটেনডেন্ট, কোয়ারটেকার, রাধুনী, হেল্পার ও দারোয়ান পদ, গার্লস হোস্টেলের মহিলা সুপারিনটেনডেন্ট, বয়েজ হোস্টেলের পুরুষ সুপারিনটেনডেন্ট, গার্লস হোস্টেলের মহিলা কোয়ারটেকার, বয়েজ হোস্টেলে পুরুষ কোয়ারটেকার, গার্লস হোস্টেলের মেট্রন, বয়েজ হোস্টেলে পুরুষ রাঁধুনী, গার্লস হোস্টেলের মহিলার রাধুনী , গার্লস হোস্টেলের মহিলা দারোয়ান কাম নাইট গার্ড, বয়েজ হোস্টেলের পুরুষ দারোয়ান কাম নাইট গার্ড, বয়েজ হোস্টেলে পুরুষ পার্টটাইম কর্ম বন্ধু, গার্লস হোস্টেলের মহিলা পার্টটাইম কর্মবন্ধু পদ।

আনন্দধারা প্রকল্পে চাকরির সুযোগ, আবেদন করুন

মোট শূন্যপদ :

মোট ১২ টি রয়েছে। প্রত্যেকটি পদের জন্য একটি করে শূন্যপদ রয়েছে।

বয়স সীমা:

এই পদেআবেদন করতে গেলে ২০২৫ সালের ১০ জানুয়ারির নিরিখে আবেদনকারীর বয়স ১৮ বছরের উর্ধ্বে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:

  • গার্লস ও বয়েজ হোস্টেলের সুপারিনটেনডেন্ট: এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই স্নাতক হতে হবে।
  • বয়েজ হোস্টেলের কোয়াট্রেকার আর গার্লস হোস্টেলে মেট্রোন পদ: এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • বয়েজ ও গার্লস হোস্টেল এর রাধুনী , হেল্পার ও দারোয়ান কামনাইট গার্ড পদ : এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই অষ্টম শ্রেণীর উত্তীর্ণ হতে হবে।
  • কর্ম বন্ধু পদ: এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই লিখতে এবং পড়তে পারতে হবে ।

আবেদন পদ্ধতি :

আবেদন প্রক্রিয়াটি হবে অফলাইনের মাধ্যমে। সর্বপ্রথম পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট মারফত অনলাইনে আবেদন পত্র ডাউনলোড করে সেটিকে A4 পেপারের প্রিন্ট আউট করে সেটাকে সঠিকভাবে ফিলাপ করে একটি সাদা খামে ভরে জমা দিতে হবে। খামের উপর বড় বড় অক্ষরে লিখতে হবে Application Form For The Post Of ( Post Name) ।

নিয়োগ প্রক্রিয়া:

যোগ্য প্রার্থীদের ৬৫ নম্বরে লিখিত পরীক্ষা, ২০ নাম্বারের ইন্টারভিউ, ৩০ নাম্বারের কাজের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নিয়োগ করা হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ :

আবেদনের জন্য যে সমস্ত ডকুমেন্টগুলি প্রয়োজন হয় সেগুলি হল –

  • বয়সে প্রমাণপত্র হিসাবে জন্মের শংসাপত্র।
  • মাধ্যমিক পরীক্ষার মার্কশীট।
  • ঠিকানা প্রমাণপত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড।
  • পরীক্ষার মার্কশিট।
  • কাজের অভিজ্ঞতা সংক্রান্ত নথিপত্র।
  • দুটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি। আবেদনপত্র জমা দেয়ার ঠিকানা

আবেদন পত্রটি ২৮ শে জানুয়ারির মধ্যে পশ্চিম বর্ধমানের মহকুমা ম্যাজিস্ট্রেটের দুর্গাপুরের দপ্তরে গিয়ে জমা দিতে হবে।

Official website : View Now

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           
WhatsApp channel Join Now
Telegram channel Join Now

Leave a Comment