Indian Navy Recruitment 2025: ভারতীয় নেভিতে বিপুল শূন্য পদ নিয়োগের বিজ্ঞপ্তি!

Indian Navy Recruitment 2025 : ইন্ডিয়ান নেভিতে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, আবেদন পদ্ধতি, বয়সসীমা, আবেদন ফি, আবেদন প্রক্রিয়া ,আবেদনের শেষ তারিখ , বিস্তারিত থেকে নেওয়া যাক। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন।

পদের নাম:

এখানে ডেকরেটিং , ইঞ্জিনরেটিং, ইলেকট্রিশিয়ান , ওয়েল্ডার/ হেল্পার, মেসবয়, রাঁধুনি, নাবিক ।

মোট শূন্যপদ:

এখানে মোট ১৮০০ টি শূন্যপদ রয়েছে।

বয়সসীমা :

এই পদ গুলিতে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই ১৭ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে ।

বেতন :

এই পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন ৩৮,০০০ টাকা থেকে ৯০,০০০ টাকা ।

হিন্দুস্তান পেট্রোলিয়াম এ লোভনীয় বেতনে চাকরির সুযোগ দেখে নিন

শিক্ষাগত যোগ্যতা:

প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে,যা নিম্নে আলোচনা করা হলো —

  • ডেকরেটিং : এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।
  • ইঞ্জিনরেটিং : এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তির্ন হতে হবে।
  • নাবিক : এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই কোন বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।
  • ওয়েলদার/ হেল্পার: এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবস্থিত যে কোন বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস এবং আইটিআই পাস হতে হবে।
  • মেস বয় : এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস হতে হবে।
  • রাধুনী : এই পদে আবেদনের জন্য আবেদনকারী কে যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তির্ন হতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট:

এই বিজ্ঞপ্তি যে অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে সেই ওয়েবসাইটটি হল- indianmerchantnavy.com । For online application: Click Here

প্রয়োজনীয় ডকুমেন্ট :

আবেদনের জন্য যে সমস্ত ডকুমেন্টগুলি প্রয়োজন হয় ,সেগুলি হল –

  • আবেদনকারীর বয়সে প্রমাণপত্র।
  • আবেদনকারীর আইডেন্টিটি প্রুভ হিসাবে (পাসপোর্ট/ভোটার আইডি কার্ড/আধার কার্ড/রেশন কার্ড ইত্যাদি)
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  • পাসপোর্ট সাইজের ফটোকপি।

নিয়োগ প্রক্রিয়া :

যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমিক পদগুলোতে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি:

এই পদগুলিতে আবেদন করতে হলে ই প্রার্থীতে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। সর্ব প্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন পূর্ণকরতে হবে। এরপর সেটাকে নির্ভুল ভাবে ফিলাপ করে যা যা ডকুমেন্ট চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে। সর্বশেষে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আরো ভালোভাবে বিজ্ঞপ্তিতে জেনে নেয়ার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।

আবেদনের শেষ তারিখ:

১০/০২/২০২৫ তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           
WhatsApp channel Join Now
Telegram channel Join Now

Leave a Comment