Champions Trophy squard for India 2025: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে। বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল আজকে । দলে নানা চমক থাকছে! তারকা বোলারের প্রত্যাবর্তন, সেইসঙ্গে অভিজ্ঞতা কে বেশি গুরুত্ব দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দীর্ঘ আলোচনার পর ভারতীয় সিলেক্টর অজিত আগারকার ও অধিনায়ক রোহিত শর্মা নতুন দল ঘোষণা করলো। এই দলে কারা কারা রয়েছেন দেখে নেওয়া যাক।
সূচিপত্র
শক্তিশালী ভারতীয় দল
২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি (ICC Champions Trophy) অনুষ্ঠিত হতে চলেছে পাকিস্তানে কিন্তু ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে কোন ম্যাচ খেলবে না। এ নিয়ে কম জলঘোলা হয়নি । টিম ইন্ডিয়ার প্রত্যেকটি ম্যাচ হবে হাইব্রিড মডেল এ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিসিসিআইয়ের দাবিকে মান্যতা দিয়ে আইসিসি এমনই সময়সূচী প্রকাশ করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে ভারতীয় শক্তিশালী দল ঘোষণা করা হয়েছে BCCI এর পক্ষ থেকে।
বিয়ের পিঁড়িতে বসতে চলেছে রিঙ্কু সিং বিস্তারিত দেখে নিন
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচ কবে?
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ রয়েছে 22 শে ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে।
দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে 23 শে ফেব্রুয়ারি।
মার্চ মাসের 2 তারিখে ভারত খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে।
দলে কারা কারা রয়েছেন:
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কারা কারা রয়েছেন দেখে নেওয়া যাক
অধিনায়ক: রোহিত শর্মা
সহ অধিনায়ক: শুভমন গিল।
ব্যাটার: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ রাখা হয়েছে। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল ও শ্রেয়াস আইয়ার। যশস্বী জয়সওয়াল।
উইকেট কিপার: রিষভ পান্থ ও কে এল রাহুল
অলরাউন্ডার: হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র যাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর।
বোলার: জাসপীত বুমরাহ, মোঃ সামি, আরশদীপ সিং, কুলদীপ যাদব।
উল্লেখযোগ্যভাবে মোহাম্মদ সামির প্রত্যাবর্তন হয়েছে। তাছাড়া অভিজ্ঞতাকে বেশি জোর দেয়া হয়েছে। অন্যদিকে বুমরা খেলতে পারবেন কিনা তা নিয়ে নিশ্চয়তা ছিল কিন্তু 15 জনের দলে তাকে রাখা হয়েছে। এই শক্তিশালী দল নিঃসন্দেহে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ক্ষমতা রাখে ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, মহম্মদ শামি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা।