“WBSEDCL Recruitment 2025: A Competitive Opportunity with Challenges Ahead”| রাজ্যের বিদ্যুৎ ভবনে চাকরির সুযোগ

“WBSEDCL Recruitment 2025: A Competitive Opportunity with Challenges Ahead”: পশ্চিমবঙ্গের বিদ্যুৎ ভবনের একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ,বয়সসীমা,আবেদন পদ্ধতি, আবেদন ফি, আবেদনের শেষ তারিখ, বিস্তারিত দেখে নিন। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন।

পদের নাম :

WBSEDCL Recruitment অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ স্পেশাল অফিসার, সিকিউরিটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার, সিকিউরিটি সুপারভাইজার পদে কর্মীদের নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ :

পশ্চিমবঙ্গের বিদ্যুৎ ভবনে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে, সেগুলি হল —

স্পেশাল অফিসার পদ : এই পদের জন্য মোট ৭ টি রয়েছে।

  • সিকিউরিটি অফিসার পদ: সিকিউরিটি অফিসার পদের জন্য মোট ২ টি শূন্যপদ রয়েছে।
  • অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার পদ : অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার পদের জন্য মোট ১ টি শূন্য পদ রয়েছে।
  • সিকিউরিটি সুপারভাইজার পদ : এই পদের জন্য মোট ১টি শূন্য পদ রয়েছে।
  • স্পেশাল অফিসার (ভূমি)পদ : এই পদের জন্য মোট ৪টি শূন্য পদ রয়েছে। বেতন : এই পদে নিযুক্ত কর্মীদের বেতন প্রতিমাসের ২৯ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা। তবুও প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বেতন রয়েছে। নিম্নে বেতন গুলির সবিস্তারে আলোচনা করা হলো –
  • সিকিউরিটি অফিসার পদ: এই পদের মাসিক বেতন ৫০ হাজার টাকা।
  • অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার পদ: এই পদের মাসিক বেতন ৩৩ হাজার টাকা।
  • সিকিউরিটি সুপারভাইজার পদ: এই পদের মাসিক বেতন ২৯ হাজার টাকা।
  • স্পেশাল অফিসার (ভূমি) পদ : এই পদের মাসিক বেতন ৪৮ হাজার টাকা।

শিক্ষাগত যোগ্যতা :

এখানে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, নিম্নে সেগুলি আলোচনা করা হলো –

  • স্পেশাল অফিসার পদ : এই পদে আবেদন করতে গেলে আবেদনকারীকে অবশ্যই অবসরপ্রাপ্ত ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বা অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
  • সিকিউরিটি অফিসার পদ : এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই অবসরপ্রাপ্ত সরকারি পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
  • অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার পদ : এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই অবসরপ্রাপ্ত সরকার সাহেব ইন্সপেক্টর পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
  • সিকিউরিটি সুপারভাইজার পদ : এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই অবসরপ্রাপ্ত সরকার সহযোগী উপ-পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
  • স্পেশাল অফিসার(ভূমি) পদ: এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই ভূমি বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

কলকাতা এয়ারপোর্টে চাকরির সুযোগ আবেদন করুন

বয়স সীমা :

এই পদগুলিতে আবেদনের জন্য আবেদনকারী কে ৬২ বছরের মধ্যে হতে হবে। ০১/০১/২০২৫ অনুসারে বয়সের গণনা করা হবে।

আবেদন পদ্ধতি:

এই পদ গুলোতে যারা আবেদন করতে চায় তারা ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবে। সর্বপ্রথম এপ্লিকেশন ফর্মমে যে ওয়েবসাইট সেখান থেকে ফর্ম টিকে ডাউনলোড করে A4পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে তারপর সেটাকে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সাথে rect@wbsedcl.in এই মেলে এড্রেস পাঠিয়ে দিতে হবে ।

প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ :

এই পদ গুলিতে আবেদনের জন্য যে সমস্ত ডকুমেন্টগুলি প্রয়োজন হয় সেগুলি হল –

  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  • শারীরিক প্রতিবন্ধী সার্টিফিকেট।
  • বয়সের প্রমাণপত্র।
  • জাত শংসাপত্র।
  • পেনশন পেমেন্ট অর্ডার প্রমান পত্র।
  • কাজ করার অভিজ্ঞতা সংসাপত্র।

নিয়োগ প্রক্রিয়া :

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের নির্বাচন করার জন্য কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমেই তাদের নির্বাচন করে নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা:

ইতিমধ্যেই পদগুলির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে 6 জানুয়ারি সকাল 11 টা থেকে। এই পদে আবেদন প্রক্রিয়া জমা দে য়ার শেষ দিন হল আগামী 24 শে জানুয়ারি বিকাল 5:30 মিনিট পর্যন্ত। ইন্টারভিউয়ের তারিখ হল 21 জানুয়ারি, মঙ্গলবার সকাল 10 টায় ।

ইন্টারভিউ এর ঠিকানা:

I, বিদ্যুৎ ভবন,৭ ফ্লোর, ব্লক – ডি, sector-II, বিধান নগর , কলকাতা- ৭০০০৯১।

এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন। এই অফিসিয়াল ওয়েবসাইট টি হল-www.wbsedcl.in ।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           
WhatsApp channel Join Now
Telegram channel Join Now

Leave a Comment