Calcutta High Court Recruitment 2025: কলকাতা হাইকোর্টে চাকরির সুযোগ আবেদন করুন!

Calcutta High Court Recruitment 2025: কলকাতা হাইকোর্ট বিভিন্ন পদে চাকরির জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদগুলিতে আবেদন করতে পারবে। যারা দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টের চাকরি করতে চান বলে অপেক্ষা করে আছেন, তাদের জন্য ভালো খবর। কিভাবে আবেদন করবেন বিস্তারিত দেখে নিন।

পদের নাম:

কলকাতা হাইকোর্টের যে পদগুলিতে নিয়োগ হবে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হল ইন্টারপ্রেটিং অফিসার (interpreting officer )

শূন্যপদ:

কলকাতা হাইকোর্টের ইন্টারপ্রেটিং অফিসার হিসেবে শূন্য পদ রয়েছে মোট আটটি (8টি)।

বয়সসীমা:

কলকাতা হাইকোর্টের ইন্টারপ্রেটিং অফিসার পদে নিয়োগের জন্য নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর। এবং সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছরের বেশি হবে না । তবে সংরক্ষিত চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্ব সীমায় ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা:

কলকাতা হাইকোর্টের উপরে উল্লেখিত পদ গুলিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ধার্য করা হয়েছে গ্রাজুয়েশন । যে কোন বিষয়ে গ্রাজুয়েশন হলেই আবেদন করা যাবে।

রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি আবেদন করুন

আবেদন ফি:

উপরে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য বিভিন্ন ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের আবেদন ফি বিভিন্ন।

সংরক্ষিত চাকরিপ্রার্থীদের জন্য আবেদন ৪০০ টাকা এবং জেনারেল চাকরিপ্রার্থীদের জন্য আবেদন ফি ৮০০ টাকা।

ব্যাঙ্ক চালান এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

বেতন:

লোভনীয় বেতনে এই চাকরি করতে পারবেন। পে ম্যাট্রিক্স 16, Scale : 56100- 144300 এছাড়া প্রতি মাসে স্পেশাল পে হিসাবে ৩০০ টাকা দেওয়া হবে।

ডকুমেন্ট যেগুলি জমা করতে হবে:

  1. দুটি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ।
  2. একটি খালি ইনভেলপ দিতে হবে, যার সাইজ হবে 25 cm× 11 cm , একটি ৪৫ টাকার পোস্টাল স্ট্যাম্প লাগবে।
  3. শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে।
  4. অরিজিনাল ব্যাংক চালান সঙ্গে দিতে হবে।

নির্বাচন পদ্ধতি:

আবেদনকারী চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে ১০০ নম্বরের পরীক্ষা হবে। বিভিন্ন বিষয়ে ট্রান্সলেট করার জন্য। পরীক্ষার মাধ্যমে নির্বাচিত 1/3 চাকরিপ্রার্থী কে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। পরীক্ষাগুলিতে অবশ্যই ২০ পার্সেন্ট মার্কস পেতেই হবে।

আবেদন পদ্ধতি:

আবেদন করতে হবে অফলাইনে একটি এনভেলপের মাধ্যমে সমস্ত সার্টিফিকেট এবং ফরম ফিলাপ করে জমা দিতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে Office of the Register ,Original side First Floor Main building High Court at Calcutta, kolkata 700001. বিকাল সাড়ে চারটে মধ্যে এই আবেদন পৌঁছাতে হবে ১৫ই জানুয়ারি।

অফিসিয়াল ওয়েবসাইট লগ ইন করুন
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন
আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment